Photo- BCCI/X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বর্ডার গাভাসকার টেস্ট সিরিজের প্রথম টেস্টে ভারতীয় দলের দুর্দান্ত প্রত্যাবর্তন এবং অসাধারণ জয় আরও একবার ভারতীয় ক্রিকেট ভক্তদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার স্বপ্ন দেখাতে শুরু করেছে। বিরাট-যশস্বীরা যদি এভাবেই ব্যাটে ঝড় তুলতে পারেন তাহলে নিঃসন্দেহে তৃতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলতে দেখা যেতে পারে ভারতকে। প্রথম টেস্ট শেষে কিছুদিনের বিরতির পর অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট খেলতে পৌঁছে গেল ভারতীয় দল। তবে অ্যাডিলেড সফরে গিয়েই বিপাকে পরলেন যশস্বী জয়সওয়াল।
পারথ টেস্টে অজি বোলাদের কালঘাম ছুটিয়ে দেওয়া যশস্বী বিমানবন্দরের গেট থেকে বেরোতে গিয়ে বিপাকে পড়বেন তা হয়তো কেউ ভাবেননি। যশস্বীর পরিস্থিতি দেখে হেসে ফেলেন তাঁর সতীর্থরাও।
কিন্তু যশস্বী কীভাবে পড়লেন বিপাকে? ঘটনাচক্রে বিমানবন্দরের একটি দরজা দিয়ে বেরিয়ে যশস্বী বোঝেন যে তিনি ভুল দরজা দিয়ে বেরিয়েছেন। কিন্তু সেই দরজা দিয়ে আবার ভীতরে আসা যায়না এমনই ব্যবস্থা রয়েছে সেই দরজায়। ফলে তাঁর সতীর্থদের কেউ সেই দরজার সামনে গেলে তবেই খুলবে দরজা।
তবে যশস্বীর কর্মকান্ড দেখে রোহিত শর্মা, শুভমান গিল এবং অন্যান্য ভারতীয় ক্রিকেটাররা তাঁর সাথে হাসি ঠাট্টা করেন। শুভমন বলেন যে ওই দরজা দিয়ে না বেরোনোর নির্দেশ লেখা রয়েছে দরজায় এবং তাঁরা সামনে গেলে তবেই খুলবে দরজা। যদিও শেষ পর্যন্ত বিমানবন্দর থেকে সুস্থ স্বাভাবিক ভাবেই বেরিয়ে আসেন যশস্বী।
পারথ টেস্টে জয়ের পর স্বাভাবিক ভাবেই আত্মবিশ্বাসে ভরপুর ভারতীয় দল। দ্বিতীয় টেস্টের আগে দলে যোগ দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মাও। ফলে আরও শক্তিশালী হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়া।