Photo- Social Media
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দাহে ২০২৫ আইপিএল এর মেগা নিলামের আয়োজন হতে চলেছে। এই নিলামে ১৫৭৪ জন ক্রিকেটার নাম নথিভুক্ত করেছেন, যা আইপিএলের ইতিহাসে এক নতুন রেকর্ড। তবে এই রেকর্ডের পাশাপাশি আরও অনেক রেকর্ড তৈরি হতে চলেছে আসন্ন আইপিএল নিলামে। আইপিএল নিলামে প্রথমবার ইতালির কোনো ক্রিকেটারের অংশ নিতে চলেছেন। তিনি থমাস ড্রাকা, ডান হাতি সিমার ইতিমধ্যে দেশ এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নজর কেড়েছেন। মাত্র ৩০ লক্ষ বেস প্রাইসে নিজের নাম নথিভুক্ত করেছেন থমাস। কিন্তু কে এই থমাস ড্রাকা? চলুন জেনে নেওয়া যাক।
মোট ২০৪টি স্লটের জন্য নিলামে অংশগ্রহণ করবে আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজি। প্রতিটি দল সর্বমোট ২৫ জন ক্রিকেটার নিয়ে দল সাজাতে পারবে। ১১৬৫ জন ভারতীয় ক্রিকেটার এবং ৪০৯ জন বিদেশি ক্রিকেটার রেজিস্টার করেছেন আসন্ন নিলামের জন্য। ড্রাকা সম্প্রতি ২০২৪ গ্লোবাল টি২০ কানাডা টুর্নামেন্টে ব্রাম্পটন উল্ভসের হয়ে দুর্দান্ত পারফর্ম করেন।
২০২৪ গ্লোবাল টি২০ কানাডা টুর্নামেন্টে থমাস যুগ্ম দ্বিতীয় সর্বোচ্চ উইকেট টেকার হন। ৬ ম্যাচে ৬.৮৮ ইকোনমি রেট এবং ১০.৬৩ গড়ে ১১ টি উইকেট পান তিনি।
চলতি মরসুমে তাঁর সেরা পারফরম্যান্সটি ছিল সাররির বিপক্ষে, যেখানে তিনি ৪ ওভারে ৩/১৮ তুলে তাঁর দলকে ১৯৮ রানে ডিফেন্ড করতে সাহায্য করেন এবং ৫৯ রানে ম্যাচটি জিতে নেয় তাঁর দল। এছাড়াও, তিনি মিসিসাউগা এবং সাররির বিপক্ষে যথাক্রমে ৩/১০ এবং ৩/৩০ উইকেট নেন, যা তার দলকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে পৌঁছাতে সাহায্য করে। যদিও ব্রাম্পটন কোয়ালিফায়ার ২ ম্যাচে টরন্টো ন্যাশনালসের বিপক্ষে পাঁচ উইকেটে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।
অন্যদিকে ড্রাকা তাঁর দেশের হয়ে ৪টি আন্তর্জাতিক টি ২০ ম্যাচ খেলেন। চার ম্যাচে ৪.২৫ ইকোনমি রেট ও ৮.৫০ গড়ে তিনি ৮টি উইকেট নিয়েছেন। যদিও ড্রাকা নিজেকে আইপিএলে অলরাউন্ডার ক্যাটেগরিতে নথিভুক্ত করেছেন।
এখন দেখার ফুটবল বিশ্ব কাঁপানো ইতালি দেশের এই ক্রিকেটার আইপিএলে কোনো দল পান কি না?