এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ভারতীয় দলের অস্থায়ী অধিনায়ক জসপ্রীত বুমরাহ মহাম্মদ শামির চোটমুক্ত হওয়ার বিষয়ে আপডেট দিয়েছেন। বুমরাহ জানিয়েছেন যে আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফির সিরিজে শামির দলে ফেরা সম্ভব। ২০২৩ বিশ্বকাপে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে থাকা শামি সম্প্রতি রঞ্জি ট্রফিতে প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিজের প্রস্তুতির ইঙ্গিত দিয়েছেন।
পার্থে প্রথম টেস্টের আগে বুমরাহ জানান, "শামি ভাই আবার ক্রিকেট খেলতে শুরু করেছেন এবং তিনি সবসময় এই দলের অংশ। ম্যানেজমেন্ট তার অবস্থার দিকে নিবিড়ভাবে লক্ষ্য রাখছে। আশা করি সব কিছু ঠিকঠাক হলে, তাকে এখানেও দেখা যেতে পারে।"
খবর অনুযায়ী, পাঁচ ম্যাচের সিরিজের মাঝপথে শামি দলে যোগ দিতে পারেন, যা ভারতের পেস আক্রমণকে আরও শক্তিশালী করবে। দল তৃতীয়বারের মতো বর্ডার-গাভাসকার ট্রফি জয়ের লক্ষ্যে রয়েছে।
কামব্যাক সিরিজ হিসেবে, ভারত অস্ট্রেলিয়া সফরকে দেখছে। নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হোম সিরিজে হারের ধাক্কা কাটিয়ে সিরিজ শুরু করতে চায় ভারত। পার্থে ভাল শুরু করার লক্ষ্যে দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জায়গা পাওয়ার জন্য আত্মবিশ্বাসী শিবির।