এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইএসএলের ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচিত হন ফিনল্যান্ডের তারকা মিডফিল্ডার জনি কাউকো। এসিএল চোট সারিয়ে গত মরশুমেও মোহনবাগান সুপার জায়ান্টকে চ্যাম্পিয়ন করার কারিগর ছিলেন তিনি।
কিন্তু সেসব ছেড়ে এবার তিনি আইলিগের দল ইন্টার কাশীতে খেলবেন, যে দলটির বয়স মাত্র দুই বছর। আইএসএলের একাধিক ক্লাবের লোভনীয় প্রস্তাব সত্ত্বেও কেন আইলিগে এলেন কাউকো?
সেই উত্তর সামনে আনলেন খোদ ইন্টার কাশী হেড কোচ আন্তোনিও হাবাস। শুক্রবার এসসি বেঙ্গালুরুর বিরুদ্ধে আইলিগ অভিযান শুরুর আগে সাংবাদিক বৈঠকে হাবাস জানালেন, "আমার জন্যই উনি ইন্টার কাশীতে এসেছেন। আমি যখন মোহনবাগানের কোচ ছিলাম, তখন ম্যানেজমেন্টকে বলেছিলাম এটিকের বোরহা ফার্নান্ডেজের মত মিডফিল্ডার আমার চাই। আর সেই কারণেই জনি কাউকোর ভারতে আসা। এরপর থেকে কাউকো জানিয়েই ছিলেন যে আমি ভারতের যে ক্লাবে যাব, উনিও সেখানে যাবেন। তাই বড় বড় ক্লাবের প্রস্তাব ছেড়ে তিনি কাশীতে খেলবেন।"