এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ দ্য বেঙ্গল চেম্বার অব কমার্স-এর স্পোর্টস ডেভেলপমেন্ট কমিটি স্কুল শিক্ষার্থীদের জন্য একটি টেবিল টেনিস টুর্নামেন্টের আয়োজন করছে। দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। খেলা অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ নভেম্বর ২০২৪-এ, উইলিয়ামসন মাগর হল, বেঙ্গল চেম্বারের প্রাঙ্গণে।
দ্য বেঙ্গল চেম্বারের স্পোর্টস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারপার্সন এবং দ্য জর্জ টেলিগ্রাফ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, সুব্রত দত্ত, আন্তঃস্কুল টেবিল টেনিস টুর্নামেন্ট উদ্বোধন করবেন।
খেলার সময়সূচী:
প্রথম দিন (২২ নভেম্বর ২০২৪) – সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা
দ্বিতীয় দিন (২৩ নভেম্বর ২০২৪) – সকাল ১০টা থেকে বিকেল ৫টা, এর পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।