এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হতে চলেছে রিয়াল মাদ্রিদ। বহুদিন পর জনপ্রিয় এল ক্লাসিকো ঘিরে গোটা বিশ্বে তৈরি হয়েছে উন্মাদনার। সাম্প্রতিক সময় এই দুই স্প্যানিশ জায়ান্টের পারফর্মেন্স নজর কেড়েছে সকলের। আর যেই দুইজন ফুটবলারকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তাঁরা হলেন ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনহা। ব্রাজিলের দুই তরুণ তারকা বদলে দিতে পারেন ম্যাচের রঙ।
চলতি সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়নস লিগে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। জার্মানির দুই বড় ক্লাবের বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নিয়েছে মাদ্রিদ ও বার্সেলোনা।
একদিকে দুই গোলে পিছিয়ে থেকেও ৫-২ ফলাফলে জয়ী হয় রিয়াল মাদ্রিদ। সৌজন্যে ভিনিসিয়াস জুনিয়র। হ্যাটট্রিক করে চ্যাম্পিয়নস লিগের এই সপ্তাহের শ্রেষ্ঠ ফুটবলার নির্বাচিত হন ভিনি। ব্যালন ডি ওর-ও তিনি জিততে চলেছেন এমনই খবর।
অন্যদিকে রাফিনহার আগুনে ফর্মে বার্সেলোনা দল রিয়ালকে হারানোর বিষয় আত্মবিশ্বাসী। বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে হ্যাটট্রিক করে রাফিনহা তার দলকে ৪-১ ফলাফলে বড় জয় এনে দিয়েছে।
প্রসঙ্গত বহু বছর পর এল ক্লাসিকোর আগে দুই ব্রাজিলীয় ফুটবলার আলোচনার কেন্দ্রবিন্দুতে। জাতীয় দলের হয়ে সেভাবে পারফর্ম না করতে পারলেও ভিনিসিয়াস এই মুহূর্তে ক্লাব ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ। অন্যদিকে রাফিনহা দেশ ও ক্লাবের জার্সিতে গোলের পর গোল করে চলেছেন।
তবে শুধু এই দুই ব্রাজিলিয়ানই নয়। রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে এবং বার্সেলোনার লামিন ইয়ামালের দিকেও নজর রয়েছে ফুটবল মহলের।
ঘরের মাঠে বার্সেলোনার বিরুদ্ধে জয় /ড্র করতে পারলে রিয়াল মাদ্রিদ ছুয়ে ফেলবে নতুন মাইলফলক। লা লিগায় সর্বোচ্চ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছুয়ে ফেলবে রিয়াল মাদ্রিদ। প্রসঙ্গত এই রেকর্ড রয়েছে বার্সেলোনারই দখলে