ছবিঃ চতুর্থ গোলের পর হায়দরাবাদ এফসির ফুটবলারদের সেলিব্রেশন
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শেষ দুই ম্যাচে পরাজয়ের শিকার হওয়া মহামেডান স্পোর্টিং ক্লাব এদিন মাঠে নেমেছিল জয়ের সরণীতে ফিরতে। কিন্তু সেই সরণী খুঁজে পাওয়া দুরস্ত, ঘরের মাঠে নড়বড়ে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে লজ্জার হারের সম্মুখীন হল সাদা-কালো ব্রিগেড।
খাতায় কলমে চলতি আইএসএলের সবচেয়ে দুর্বল দল হয়তো হায়দরাবাদ এফসি। কিন্তু সেই দলের বিরুদ্ধেই প্রথম ১৫ মিনিটে তিন তিনটি গোল হজম করে বসল আন্দ্রে চের্নিশভের দল। ম্যাচ শুরুর ৪ মিনিটেই পদম ছেত্রীর ভুলে গোল করেন মিরান্ডা। ১২ মিনিটে হেডে গোল করেন সাপিচ। ১৫ মিনিটে ব্যবধান আরও বাড়ান মিরান্ডা। এই তিনটি গোলের ক্ষেত্রেই মহামেডানের রক্ষণ ভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকে যাবে।
যদিও ম্যাচের স্কোরলাইনের সাথে অন্যান্য পরিসংখ্যান মেলাতে পারবেন না। ১৫ মিনিটে যখন হায়দরাবাদ ৩ গোলে এগিয়ে যায় তখন মহামেডানের বল পজিশন ছিল ৭৫%। আক্রমণের ঝাঁঝও ছিল বেশি। কিন্তু শট অন টার্গেটেই তিনটি গোল তুলে নেয় হায়দরাবাদ।
দ্বিতীয়ার্ধে ফিরে আসার লড়াইয়ে আরও আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করেন কাশিমভ, আলেক্সিস, বিকাশরা। কিন্তু একাধিক গোলের সুযোগ নষ্ট করেন ফ্রাঙ্কা, মানজুকিরা।
৫১ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে অসামান্য শটে গোল করেন হায়দরাবাদের শ্রীভাস। এরপর বারংবার গোলের ব্যবধান কমানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় মহামেডান ফুটবলাররা। ম্যাচ শেষ হয় ৪-০ ফলাফলে। লিগ টেবিলের ১২তম স্থানে নেমে গেল মহামেডান দল।