এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত ১৯ থেকে ২২ অক্টোবর গোয়ায় আয়োজিত হয়েছিল ২৪তম জাতীয় প্যারা-সাঁতার চ্যাম্পিয়নশিপ। আর সেখানে জয়জয়কার বাংলার প্রতিনিধিদের।
সেই প্রতিযোগিতায় মোট ৫২টি পদক জিতেছেন বাংলার সাঁতারুরা, যার মধ্যে ২৭টি সোনা, ২২টি রূপো ও ৩টি ব্রোঞ্জ পদক রয়েছে। পদক তালিকায় সারা দেশে পঞ্চম স্থানে রয়েছে বাংলা। ক্রমতালিকায় কর্ণাটক, মহারাষ্ট্র, রাজস্থান ও তামিলনাড়ুর পরেই রয়েছে বাংলা।
এই সাফল্যে উচ্ছ্বসিত বেঙ্গল প্যারালিম্পিক অ্যাসোসিয়েশন। বাংলার সাঁতারুদের এমন সাফল্য, বিশেষ করে প্রথমবার অংশ নেওয়া তারানিক ঘোষ, হাদিক দাসের মত খেলোয়াড়েরা নজর কেড়েছেন। বেঙ্গল প্যারালিম্পিক অ্যাসোসিয়েশন ধন্যবাদ জানিয়েছে প্যারা-সুইমিং অফ ইন্ডিয়া এবং প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়াকে এমন প্রতিযোগিতা আয়োজন করার জন্য।