কলকাতা লিগের বাতিল ডার্বিতে জয়ী ঘোষিত ইস্টবেঙ্গল, পয়েন্ট কাটল মোহনবাগানের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত ৩০ নভেম্বর কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশনের সুপার সিক্স পর্বে মুখোমুখি হওয়ার কথা ছিল মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসির। কিন্তু নৈহাটি স্টেডিয়ামে মোহনবাগান না আসায় ডার্বি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। সেই পরিত্যক্ত ডার্বি নিয়ে মীমাংসা ও প্রিমিয়ার ডিভিশনের চূড়ান্ত ফলাফলের জন্য বৃহস্পতিবার আইএফএ লিগ সাব কমিটির বৈঠক বসে।

আরও পড়ুন – এবার শ্রীঘরে আইপিএল খেলা ক্রিকেটার!

আর এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, পরিত্যক্ত হওয়া সেই ডার্বিটিতে জয়ী হল ইস্টবেঙ্গল, এবং তিন পয়েন্ট পেল তারা। অন্যদিকে ম্যাচ খেলতে মাঠে না আসার জন্য আইএফএর সংবিধান অনুযায়ী মোহনবাগান সুপার জায়ান্টের ২ পয়েন্ট কাটা গেল।

এদিকে এদিনের বৈঠক শেষে সরকারিভাবে প্রিমিয়ার ডিভিশনের চ্যাম্পিয়ন ঘোষণা করা হল মহামেডান স্পোর্টিং ক্লাবকে। কিন্তু প্রশ্ন হল, ট্রফি কবে হাতে পাবে সাদা-কালো ব্রিগেড? যা খবর, কন্যাশ্রী কাপ শেষ হওয়ার পর দিনক্ষণ দেখে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে কলকাতা লিগের ট্রফি তুলে দেওয়া হবে মহামেডানের হাতে।

আরও পড়ুন – সেঞ্চুরিয়নে কঠিন পরিস্থিতির মাঝেও খুদে ভক্তকে খুশি করলেন বিরাট কোহলি

কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের রানার্স আপ ঘোষিত হয়েছে ইস্টবেঙ্গল এফসি। তৃতীয় ডায়মন্ড হারবার এফসি, আর চতুর্থ স্থানে মোহনবাগান সুপার জায়ান্ট।

আরও পড়ুন – আম্পায়ারের জন্য স্থগিত হল অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট!

সব শেষে, প্রিমিয়ার ডিভিশন থেকে দ্বিতীয় ডিভিশনে অবনমন হল যে চারটি দলের, তারা হল ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ পুলিশ ও ক্যালকাটা ফুটবল ক্লাব।