এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ম্যানচেস্টার সিটিতে অসাধারণ একটি কেরিয়ার কাটিয়ে এফসি বার্সিলোনায় এক নতুন চ্যালেঞ্জের সন্ধানে এসেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড সের্জিও আগুয়েরো। কিন্তু চোট-আঘাতের জেরে বেশি সময় খেলতেই পারেননি আগুয়েরো। আর যে ম্যাচে শুরু থেকে খেলার সুযোগ পেলেন, সেই ম্যাচে বুকে ব্যাথার জেরে মাঠ ছাড়তে হয় আগুয়েরোকে।
ডেপোর্টিভো আলাভেসের বিরুদ্ধে বার্সিলোনার ম্যাচে বুকে ব্যাথা অনুভব করে মাঠ ছাড়েন আগুয়েরো। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে আগুয়েরোর হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়ে, যার ফলে তিন মাসের জন্য তাকে মাঠের বাইরে থাকার নির্দেশ দেওয়া হয়।
কিন্তু এবার এই নির্বাসন আরও দীর্ঘায়িত হতে চলেছে, আর যা সম্ভাবনা, তাতে অবসরও নিতে হতে পারে আগুয়েরোকে। কাতালুনিয়া রেডিওর রিপোর্ট অনুযায়ী, অবসর নিতে পারেন আগুয়েরো। জানা গিয়েছে, কার্ডিয়াক অ্যারিদমিয়ায় ভুগছেন আগুয়েরো, আর এর জেরে কেরিয়ার ঝুঁকির মধ্যে রয়েছে।
এবং এই বিষয়টি সম্বন্ধে অবগত আগুয়েরো। তবে এখনই কোনও চুড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছেন না তিনি, এমনকি ক্লাবের তরফ থেকেও কোনও কিছু ভাবা হয়নি। আপাতত তিন মাসের পর্যবেক্ষণের উপর ভরসা রাখছে উভয় পক্ষই, তার পরেই চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।