এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: মণিপুরের হিংসায় বাড়ি আক্রান্ত হয়েছিল জাতীয় দলের ফুটবলার চিংলেনসানা সিংয়ের। তাঁর হারিয়ে যাওয়া প্রথম আইএসএল জয়ের পদক ফিরিয়ে দিলেন সুনীল ছেত্রী।
২০২৩ সালে মণিপুরের হিংসার ঘটনায় প্রায় সব কিছু হারিয়ে ফেলেছিলেন চিংলেনসানা সিং। তাঁর বাড়ি, গ্রাম, তরুণ ফুটবলারদের তৈরি করার স্বপ্ন সব শেষ হয়ে গিয়েছিল। হারিয়ে গিয়েছিল তাঁর আইএসএল জয়ের মেডেলও। শুধু পরিবার সুস্থ ছিল। সেসময় এক সাক্ষাৎকারে চিংলেনসানা জানান, "আমার সব কিছু চলে গিয়েছে। মণিপুরের হিংসা আমাদের সব কেড়ে নিয়েছে। আমাদের যা ছিল সব কিছু চলে গিয়েছে। আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। চুরাচাঁদপুরে আমি একটা ফুটবল মাঠ বানিয়েছিলাম, সেটাও পুড়িয়ে দেওয়া হয়েছে। হারিয়ে গিয়েছে আমার সমস্ত পুরস্কার। আমার পরিবার কোনও মতে সেখান থেকে পালিয়েছিলেন তারা।"
সেই ক্ষত আজও একটুও দূর হয়নি তাঁর। কিন্তু এরই মধ্যে। বড়দিন বড় উপহার পেলেন চিঙ্গেলসানা।বড়দিনে 'সান্তা' হয়ে এসে তাঁর হাতে আইএসএল পদক তুলে দিলেন সুনীল ছেত্রী। আবেগে তাঁর সতীর্থকে বুকে জড়িয়ে ধরেন চিঙ্গেলসানা। বেঙ্গালুরু এফসি সোশ্যাল মিডিয়া সেই মেডেল দেওয়ার মুহূর্তের ভিডিও প্রকাশ করেছে। যা কার্যত ভাইরাল।