এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বৃহস্পতিবার হায়দরাবাদ এফসির বিপক্ষে আইএসএলের ম্যাচের আগে গ্রেগ স্টুয়ার্ট এবং দিমিত্রি পেত্রাতোসের ফিটনেস নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিলেন মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ হোসে মোলিনা ।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মোহনবাগান, দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু এফসির চেয়ে দুই পয়েন্টে এগিয়ে রয়েছে। লিগের শেষ দশটি ম্যাচের মধ্যে তারা মাত্র একটি হেরেছে।
সম্প্রতি বেশকিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট এবং অনুপস্থিতির কারণে সমস্যায় রয়েছে মোহনবাগান। হায়দরাবাদ ম্যাচে কোন কোন ফুটবলার খেলতে পারবেন না সেই বিষয় বলেছেন মোলিনা।
নতুন বছরের প্রথম দিনে মোলিনা বলেন, “গ্রেগ স্টুয়ার্ট স্কোয়াডে রয়েছেন। তিনি পুরোপুরি ফিট নন, কিন্তু তিনি আমাদের সঙ্গে থাকবেন।”
তিনি আরও যোগ করেন, “দিমিত্রি পেত্রাতোস এখনো তাঁর চোট থেকে সেরে উঠছেন। আমাদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে। আশিকও এখনো সুস্থ হননি, তিনি খেলতে প্রস্তুত নন। মনবীর সিং আজ ফিরছেন। যদিও তিনি গত ৩-৪ দিন অনুশীলন করেননি, আমি তাকে দলের সঙ্গে চাই। তিনি বেঞ্চে থাকবেন,” মোলিনা বলেন।
অন্যদিকে দলের ডিফেন্ডার টম অলড্রেড তাঁর চোটগ্রস্ত সতীর্থদের বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, “দিমি ও স্টুয়ার্ট দুজনই পুরোপুরি ফিটনেস ফিরে পেতে কাজ করছেন এবং সেটা আমাদের জন্য মরসুমের শেষ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তারা ফিট থাকুক বা না থাকুক, আমাদের ক্লিনশিট রাখতে হবে এবং কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে।”