এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ১৮ নভেম্বর, হায়দরাবাদের গাচিবৌলি স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। যদিও এই দুই দেশের প্রতিদ্বন্দ্বীতার ইতিহাস চলে যায় সেই পঞ্চাশের দশকে। ১৯৫৭ সালে কুয়ালালামপুরে প্রীতি ম্যাচে প্রথমবার মুখোমুখি হয়েছিল এই দুই দেশ, সেখানে পিকে ব্যানার্জির জোড়া গোল ও তুলসীদাস বলরামের গোলে জিতেছিল ভারত।
তবে শেষ সাক্ষাৎ সুখের স্মৃতি ছিল না ভারতের জন্য। গত বছর মারডেকা প্রতিযোগিতায় ২-৪ ফলে হেরেছিল ভারত। আন্তর্জাতিক ফুটবলে মালয়েশিয়ার বিরুদ্ধে সব থেকে বেশি ম্যাচ খেলেছে ভারত, মোট ৩২টি। এবার ৩৩তম ম্যাচে মুখোমুখি হবে এই দুই দেশ। একে অপরের বিরুদ্ধে ১২টি করে ম্যাচ জিতেছে ভারত ও মালয়েশিয়া, আটটি ম্যাচ ড্র হয়েছে।
ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে রয়েছে ভারত, যেখানে মালয়েশিয়া রয়েছে ১৩৩-এ, ভারত বর্তমানে রয়েছে ১২৫-এ। যদিও এই ম্যাচের গুরুত্ব কয়েক মাস আগে অবধিও অনেকটাই ছিল। সেপ্টেম্বর মাসে যখন এই প্রীতি ম্যাচ ঘোষণা করা হয়েছিল, তখন ধরা হয়েছিল যে যারা এই ম্যাচ জিতবে, তারা এএফসি এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বের ফাইনাল রাউন্ড ড্রয়ের পট ১-এর শেষ স্থানটি পাবে। কিন্তু অক্টোবরে ভিয়েতনামের বিরুদ্ধে ভারতের ১-১ ড্র এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে মালয়েশিয়ার ০-৪ ফলে হারের জন্য এটি স্পষ্ট, ১৮ নভেম্বরের ফল যাই হোক না কেন, ভারতকে র্যাঙ্কিংয়ে টপকাতে পারবে না মালয়েশিয়া।
যদিও সম্প্রতি লাওসকে প্রীতি ম্যাচে ৩-১ গোলে হারিয়েছে মালয়েশিয়া, অন্যদিকে ভারত দীর্ঘদিন হয়ে গেল জয়ের মুখ দেখেনি। এই মালয়েশিয়া দল মূলত তাদের ঘরোয়া লিগের তিনটি দলের খেলোয়াড়ে পরিপূর্ণ - জোহর দারুল তাজিল ও তেরেঙ্গানু এফসির পাঁচজন করে খেলোয়াড় এবং কুয়ালালামপুর সিটির চারজন খেলোয়াড় রয়েছেন এই দলে। এছাড়াও একাধিক বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড়েরাও রয়েছেন এই দলে।
এই দলের দুইজন ফুটবলার কেবল বিদেশের লিগে খেলেন। প্রথমজন হলেন ডিফেন্ডার দিওন কুলস, যিনি থাইল্যান্ডের বুরিরাম ইউনাইটেডে খেলেন। এবং অপরজন হলেন ফরোয়ার্ড ফের্গুস টিয়েরনি, যিনি থাইল্যান্ডের দ্বিতীয় ডিভিশনের ক্লাব চোনবুরি এফসিতে খেলেন।
এই মালয়েশিয়া দলের কোচ হলেন পাউ মার্টি, যিনি গত জুলাই মাসে দায়িত্ব নিয়েছেন। ভারতের কোচ মানোলো মার্কেজের মত ইনিও স্পেনের, এবং বার্সেলোনায় থাকাকালীন একে অপরকে চিনেছেন। এর আগে বার্সেলোনার বি দলের সহকারী কোচ ছিলেন মার্টি। পাউয়ের অধীনে ভালো শুরু করেছে মালয়েশিয়া। ফিলিপিন্সের বিরুদ্ধে ২-১ এবং লেবাননের বিরুদ্ধে ১-০ ফলে জিতেছিল তারা। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হয়েছিল তারা, যার জন্য পট ১-এ ওঠা হয়নি মালয়েশিয়ার।
আগামী শনিবার হায়দরাবাদে অবতরণ করবে মালয়েশিয়া এবং রবিবার গাচিবৌলিতে শেষ ও একমাত্র অনুশীলন পর্ব সারবে তারা।