এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ প্যারিস অলিম্পিকের শুটিং ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন শুটার স্বপ্নীল কুশালে। গোটা দেশ জুড়েই তাকে নিয়ে হইচই শুরু হয়। তবে সম্প্রতি স্বপ্নীলের বাবার এক বক্তব্যে চমকে যায় ক্রীড়ামহল।
প্রসঙ্গত প্যারিস অলিম্পিকে ৫ জন পদক জয়ী অ্যাথলিটদের মধ্যে ৪ জন হরিয়ানা এবং স্বপ্নীল মহারাষ্ট্রের। কিন্তু হরিয়ানার সরকার হরিয়ানার অ্যাথলিট বিপুল পরিমাণ আর্থিক সাহায্য করলেও মহারাষ্ট্রের স্বপ্নীল তার থেকে কম আর্থিক পুরষ্কার পান। আর সেই কারণেই বিস্ফোরক অভিযোগ জানান।
খবর অনুযায়ী ২৯ বছর বয়সী স্বপ্নীলের বাবা ৫ কোটি টাকা এবং পুনের ছত্রপতি মহারাজ স্পোর্টস কমপ্লেক্সের কাছাকাছি ফ্ল্যাটের দাবি করেন।
সংবাদমাধ্যমকে তিনি জানান, "হরিয়ানার সরকার প্রত্যেক অলিম্পিক পদক প্রাপ্ত অ্যাথলিটদের ৫কোটি টাকা করে দেয়। " প্রসঙ্গত হরিয়ানার সরকার সোনার পদকজয়ীদের ৬ কোটি টাকা, রূপোর পদকজয়ীদের ৪ কোটি টাকা এবং ব্রোঞ্জ পদক জয়ীদের ২.৫ কোটি টাকা করে দেয়।
স্বপ্নীলের বাবা জানান যে মহারাষ্ট্র সরকার ব্রোঞ্জপদক জয়ী স্বপ্নীলকে ২ কোটি টাকা দেয়৷ যেখানে ১৯৫২ সালে কুস্তিগির কে ডি যাদবের পদক জয়ের ৭২ বছর পর এই প্রথম মহারাষ্ট্রের অ্যাথলিট ব্যক্তিগত ইভেন্টে অলিম্পিক পদক জেতেন।
এর পাশাপাশি স্বপ্নীলের বাবা জানিয়েছেন যে তিনি আগে এই বিষয়টি জানলে তাঁর ছেলেকে অন্য ক্রীড়ায় প্রশিক্ষণ দিতেন৷ তিনি প্রশ্ন তোলেন যদি আজ কোনো এমএলএ-এর সন্তান পদক জিততো তাকেও কি একই পুরস্কার মূল্য দেওয়া হত?