এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ পাঁচ ম্যাচ পর অবশেষে পয়েন্ট এল সাদা কালো ব্রিগেডে। যদিও জয়ের সরণীতে ফিরতে ব্যর্থ আন্দ্রে চের্নিশভের মহামেডান। আইএসএলের শেষ দশ ম্যাচে জেতেনি মহামেডান। তবে খারাপ সময়ের মাঝেও শক্তিশালী ওড়িশা এফসির বিরুদ্ধে ইতিবাচক ফুটবল খেলে ঘরের মাঠে ০-০ ফলাফলে ড্র করে বছরের শেষে কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পাবে মহামেডান।
ম্যাচ শুরুর ৩ মিনিটেই হলুদ কার্ড দেখেন মহামেডানের কাশিমভ। তবে প্রথমার্ধে বেশকিছু গোলমুখি আক্রমণ তৈরি করেন কাশিমভ ফ্রাঙ্কারা তবে কাঙ্ক্ষিত গোলটি করতে ব্যর্থ হন তারা।
অন্যদিকে ম্যাচের ৪০ মিনিটে চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন ফ্রাঙ্কা। তার পরিবর্তে মাঠে নামেন মাঞ্জুকি। তবে প্রথমার্ধের শেষে ফলাফল ০-০ থাকে।
দ্বিতীয়ার্ধের শুরুতে হলুদ কার্ড দেখেন মাঞ্জুকি। তবে চলতি মরশুমে প্রথম চারে থাকা ওড়িশা এদিন মহামেডানের বিরুদ্ধে সেভাবে আক্রমণ তৈরি করতে ব্যর্থ হয়। বরং বারংবার গোলের কাছে পৌঁছে যান আলেক্সিসরা।
ম্যাচের ৬৬ মিনিটে আলেক্সিসের শট পোস্টে লেগে প্রতিহত হয়। অন্যদিকে পরিবর্ত হিসাবে নামা মাঞ্জুকিও চোট পেয়ে মাঠ ছাড়েন।
ম্যাচ শেষ হয় ০-০ ফলাফলে। ওড়িশা এফসি একটিও অন টার্গেট শট মারতেও ব্যর্থ হয়।