এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে দুর্দান্ত কামব্যাকের পর মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করেছিলেন, আগামী ২ জানুয়ারি হায়দরাবাদ এফসি ম্যাচের জন্য বিনামূল্যে টিকিট ছাড়া হবে। এবার সেই টিকিটের জন্য বিরাট লাইন পড়েছে মোহনবাগান মাঠ ও যুবভারতীর বক্স অফিসের সামনে।
মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে ঘোষণা করা হয়, প্রতি সমর্থককে ২টি করে টিকিট দেওয়া হবে যতক্ষণ না টিকিট শেষ হয়ে যাচ্ছে। তার জন্য সকাল থেকে লাইন পড়ে গিয়েছে মোহনবাগান মাঠ ও যুবভারতীতে। দুর-দুরান্ত থেকে মোহননাগান সমর্থকরা লাইন দিচ্ছেন একটাই আশাই, নতুন বছরে প্রিয় দলের খেলা চাক্ষুষ করার। এ যেন বড়দিনে চিড়িয়াখানা বা পার্ক স্ট্রিটের ভিড়ের সাথে টেক্কা দেবে।
মোহনবাগান মাঠ হোক বা যুবভারতী, আগামী ২ জানুয়ারি হায়দরাবাদ ম্যাচের টিকিটের জন্য লম্বা লাইন দিচ্ছেন সমর্থকরা। বলা বাহুল্য, এই ম্যাচের জন্য বিনামূল্যে টিকিটের ব্যবস্থা করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। #MohunBagan #ISL #Football #XtraTimeBangla pic.twitter.com/Frafevby45
— XtratimeBangla (@XtratimeB) December 28, 2024
এই মুহুর্তে লিগ টেবিলের শীর্ষে রয়েছে মোহনবাগান। সদ্য পাঞ্জাব এফসির বিরুদ্ধে রাজধানী দিল্লিতে পিছিয়ে থেকেও ৩-১ গোলে দুরন্ত জয় ছিনিয়ে আনে মোহনবাগান। এবার হায়দরাবাদের বিরুদ্ধে জিতে লিগশীর্ষে নিজেদের জায়গা বজায় রাখতে চাইবে সবুজ-মেরুণ ব্রিগেড।