এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বেশ কয়েক দিন আগে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার ইঙ্গিত দিয়েছিলেন, ২০২২ কাতার বিশ্বকাপই তার শেষ। তবে এবার ২০২৬ সালের বিশ্বকাপেও খেলার আগ্রহ প্রকাশ করলেন নেইমার। যদিও ব্রাজিলের শেষ ১৪টি ম্যাচে মাঠেও নামতে পারেননি তিনি।
সম্প্রতি ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে নেইমারকে জিজ্ঞাসা করা হয়, ২০২৬ বিশ্বকাপ তার কেরিয়ারের শেষ লক্ষ্য কি না? এর জবাবে শুরুতেই নিজের বর্তমান ক্লাব আল হিলালকে সেরা জায়গায় নিয়ে যাওয়ার বার্তা দেন নেইমার।
ব্রাজিল তারকা বলেছেন, "সবার আগে আমি আল হিলালের হয়ে ভালো একটি মরশুম কাটাতে চাই। মারাত্মক একটি চোট থেকে সবে ফিরেছি। নিজের পর্যায়ে ফিরতে ও কেন এই জায়গায় রয়েছি, তা বোঝাতে এখনও হাতে সময় আছে। আমার প্রথম লক্ষ্য হল ভালো ভাবে সেরে ওঠা। শারীরিক সক্ষমতা বাড়িয়ে আবারও খেলা শুরু করা। আল হিলালের হয়ে আমি ২০২৫ ক্লাব বিশ্বকাপ খেলতে চাই। কারণ, ক্লাবের জন্য এটা গুরুত্বপূর্ণ।"
এরপর ২০২৬ বিশ্বকাপ নিয়ে নেইমার বলেছেন, "অবশ্যই বিশ্বকাপে খেলা সব খেলোয়াড়েরই লক্ষ্য। আমি এরই মধ্যে তিনটি বিশ্বকাপে খেলেছি। অবশ্যই চতুর্থটিতেও খেলতে চাই। এটায় মনোযোগী থাকতে হবে এবং ভালো প্রস্তুতি নিতে হবে।"