এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিশ্বের সব থেকে সফল ক্লাব হিসেবে রিয়াল মাদ্রিদের নাম সবার আগে আসে। ১৫টি চ্যাম্পিয়নস লিগ ও ৩৬টি লা লিগা সেই কথাই বলে। তার পাশাপাশি ফুটবল ইতিহাসের অসংখ্য কিংবদন্তি ফুটবলার রিয়াল জার্সি পরে খেলে গিয়েছেন ঐতিহ্যশালী সান্তিয়াগো বার্নাবিউ স্টেডিয়ামে।
এবার সেই ঐতিহাসিক স্টেডিয়ামের নাম পরিবর্তিত হতে চলেছে। ১৯৫৫ সালে, রিয়াল মাদ্রিদের ঘরের মাঠের নামকরণ হয়েছিল সান্তিয়াগো বার্নাবিউ স্টেডিয়াম৷ এবার ৭০ বছর পর সেই নামের পরিবর্তন হতে চলেছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার রিপোর্ট অনুযায়ী, সান্তিয়াগো শব্দটি সরে গিয়ে শুধুমাত্র 'দ্য বার্নাবিউ' নামটি থাকবে স্টেডিয়ামের। মূলত ব্যবসায়িক কারণে এই নাম পরিবর্তনের চিন্তাভাবনা চলছে। যদিও ক্লাবের তরফ থেকে সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি।
১৯২১ থেকে ১৯২৬ সাল অবধি রিয়াল মাদ্রিদের হয়ে খেলে গিয়েছেন ফরোয়ার্ড সান্তিয়াগো বার্নাবিউ। অবসরের পর এক বছর ক্লাবের কোচিং করান তিনি৷ আর তারপর ৩৬ বছর ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন সান্তিয়াগো।