এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শনিবার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে বছরের শেষ ম্যাচ খেলতে নামবে অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গল। শেষ দুই ম্যাচে জয় স্বাভাবিক ভাবেই আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে লাল-হলুদ ব্রিগেডের। অন্যদিকে লিগ টেবিলের দ্বাদশ স্থানে রয়েছে হায়দরাবাদ। একাদশ স্থানে থাকা ইস্টবেঙ্গলের থেকে ৬ পয়েন্টে পিছিয়ে হায়দরাবাদ। তবে দলের পরিস্থিতি বর্তমানে ভাল না হলেও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ৩ পয়েন্ট জেতার বিষয় আত্মবিশ্বাসী হায়দরাবাদ দল।
হায়দরাবাদ এফসি-র অন্তর্বর্তীকালীন প্রধান কোচ শামীল চেম্বাকাথ জানিয়েছেন যে তার দল এই ম্যাচে একটি দীর্ঘ প্রতীক্ষিত ইতিবাচক ফলাফল অর্জন করতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, “আমাদের তিন পয়েন্ট দরকার।”
এর সাথে শামীল যোগ করেন, “আমি জানি দলের মনোবল ঠিক যে অবস্থায় থাকা উচিত ছিল, তা নেই, তবে খেলোয়াড়রা অনুশীলনে নিজেদের সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করছে। এটি একটি হোম ম্যাচ, তাই আমাদের তিন পয়েন্ট অর্জন করতে হবে এবং একটি ইতিবাচক ফলাফলের দিকে আরও বেশি মনোযোগ দিতে হবে।”
এছাড়াও তিনি জানিয়েছেন, “আমাদের অবস্থান শক্তিশালী করতে হবে।”
অন্যদিকে ইস্টবেঙ্গল এফসির প্রধান কোচ অস্কার ব্রুজো এই ম্যাচে জয়লাভের গুরুত্বের উপর জোর দিয়েছেন, যা লিগে তাদের সুপার সিক্সের স্বপ্ন বাঁচিয়ে রাখতে অনেকটাই সাহায্য করবে।
ব্রুজো জানিয়েছেন, “আমরা গত কয়েকটি ম্যাচে কী করতে হবে তা নিয়ে অনেক আলোচনা করেছি। এই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ কারণ আমাদের পয়েন্ট টেবিলে আমাদের অবস্থান আরও শক্তিশালী করতে হবে।”