সব্যসাচী ঘোষ : দুবাইয়ে ওমানের বিরুদ্ধে প্রীতি ম্যাচ সম্প্রচার করতে সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলেছিল ভারতীয় ফুটবলপ্রেমীরা। সেই মত বিশিষ্ট ক্রীড়া চ্যানেল ইউরোস্পোর্টসকে দায়িত্ব দিয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। কিন্তু একটি স্থানীয় ক্রিকেট লিগ আয়োজনের জন্য এইচডি চ্যানেলে জাতীয় দলের ম্যাচ সম্প্রচার করে ইউরোস্পোর্টস।
আর এমন জটিলতার মাঝেও ইউরোস্পোর্টসে অনেকে ম্যাচ দেখতে পায়নি। যার জেরে ইউটিউবে ওমানের একটি স্থানীয় চ্যানেল ‘ওমান স্পোর্টস টিভি’তে ম্যাচের সম্পূর্ণ সম্প্রচার দেখতে পেয়েছেন ভারতীয় ফুটবলপ্রেমীরা। আর সেই চ্যানেলে এই লাইভ সম্প্রচারে পাঁচ লক্ষের বেশি ভিউয়ারশিপ হয়েছিল, যা সেই চ্যানেলে রেকর্ড ভিউয়ারশিপ।
আর ওমান স্পোর্টস টিভির এই দুর্দান্ত সম্প্রচারের জেরে ভারতীয় ফুটবলপ্রেমীরা সোশ্যাল মিডিয়ায় প্রশংসা করেন। চ্যানেলকে মেনশন করে ধন্যবাদ জানান সকলে। পাশাপাশি ইউরোস্পোর্টস এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে নিয়ে সমালোচনাও করেন অনেকে।
এরপর ২৯ মার্চ সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। আর সেই ম্যাচটির আয়োজন ইউরোস্পোর্টসের সাধারণ চ্যানেলে হবে কিনা, নাকি অন্য কোনও ওয়েবসাইট থেকে দেখতে হবে – সে নিয়ে জটিলতায় ভারতীয় ফুটবলপ্রেমীরা।