এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইংল্যান্ড ও ভারত চাইবে চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় দিয়ে খাতা খুলতে। প্রথম টেস্ট বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ায় দুই দলই মরিয়া জয় তুলতে। কিন্তু এমন অবস্থায় লর্ডস টেস্টের জন্য এবার ভারত ও ইংল্যান্ডের দুই তারকা ক্রিকেটার যথাক্রমে শার্দুল ঠাকুর ও স্টুয়ার্ট ব্রড চোটগ্রস্থ এবং অনিশ্চিত।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড মঙ্গলবার জানিয়েছে, অনুশীলনের সময়ে ডান পায়ে চোট পেয়েছেন স্টুয়ার্ট ব্রড। পা মুচকে গিয়েছে বলে জানা গিয়েছে। বুধবার স্ক্যান করার পর চোটের গভীরতা সম্বন্ধে জানা যাবে। যা সম্ভাবনা, তাতে দ্বিতীয় টেস্ট তো বটেই, গোটা সিরিজ থেকেও ছিটকে যেতে পারেন এই অভিজ্ঞ পেসার।
ফলে যদি স্টুয়ার্ট ব্রড ছিটকে যান, তাহলে তার পরিবর্তে আসবেন আর এক তারকা পেসার মার্ক উড। যদিও এই সময়ে জোফ্রা আর্চারের অভাব ভুগছেন ইংল্যান্ড।
এদিকে ব্রিটিশ গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ভারতের তারকা পেসার শার্দুল ঠাকুরের হ্যামস্ট্রিংয়ে সমস্যা দেখা দিয়েছে। যদিও এই বিষয়ে কোনও বার্তা দেয়নি বিসিসিআই কিংবা ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে শার্দুলও অনিশ্চিত হয়ে পড়েছেন দ্বিতীয় টেস্টে।
এই পরিস্থিতিতে শার্দুল যদি না খেলতে পারেন লর্ডসে, তাহলে ইশান্ত শর্মা কিংবা রবিচন্দ্রন অশ্বিন খেলতে পারেন প্রথম একাদশে। যদিও ভারত অধিনায়ক বিরাট কোহলি যে বার্তা দিয়েছিলেন গত ম্যাচে, তাতে চার পেসারেই নামবে ভারত।