এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : তথাকথিত দ্বিতীয় সারির ভারতীয় দলের বিরুদ্ধে ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজ খেলবে শ্রীলঙ্কা। কিন্তু বর্তমানে এই শ্রীলঙ্কা দল অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। দলের তিন তারকা খেলোয়াড় কুশাল মেন্ডিস, নিরোশন ডিকওয়েল ও দানুষ্কা গুনাথিলকা নির্বাসিত - যার জেরে দলের ব্যাটিং লাইন আপ অত্যন্ত দূর্বল।
এবার শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপের বড় স্তম্ভও আর নেই। তারকা বাঁ হাতি ওপেনার কুশাল পেরেরা চোটের জন্য ছিটকে গেলেন। একাধিক রিপোর্ট অনুযায়ী, কাঁধের চোটের জন্য ছিটকে যেতে চলেছেন পেরেরা। যদিও সরকারিভাবে কুশালের চোটের বিষয়ে কিংবা সিরিজ থেকে ছিটকে যাওয়ার বিষয়ে কোনও ঘোষণা হয়নি। তবে শ্রীলঙ্কা দলের ডাক্তার নিশ্চয়তা দিয়েছেন যে অন্তত ছয় মাসের জন্য বাইরে থাকতে হবে।
গত ইংল্যান্ড সিরিজে কুশাল পেরেরা অধিনায়কত্বের দায়িত্ব সামলেছিলেন। সেই সফরে শ্রীলঙ্কার কিছু ভালো পারফর্মারদের একজন ছিলেন কুশাল। ওয়ানডে সিরিজে একটি অর্ধশতরান করেছিলেন ৩০ বছরের এই তারকা ওপেনার।
এই পরিস্থিতিতে জোর সম্ভাবনা বাড়ছে, ভারত সিরিজে এই ক্রিকেটার হতে পারেন নয়া অধিনায়ক। আর তিনি হলেন তারকা ক্রিকেটার দাসুন শানাকা। কেন্দ্রীয় চুক্তির বিষয়ে বোর্ডের সাথে ক্রিকেটারদের সমস্যার জেরে একাধিক তারকা ক্রিকেটার খেলবেন না এই সিরিজ। যার ফলে শানাকার উপরেই ভর করবে শ্রীলঙ্কা দল।