জাতীয় দলের পর এবার আইপিএলেও ক্রিকেটারদের স্ত্রী-বান্ধবী নিয়ে কড়াকড়ি বিসিসিআইয়ের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর হেড কোচ গৌতম গম্ভীরের সুপারিশে ক্রিকেটারদের স্ত্রী ও বান্ধবীদের নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছিল বিসিসিআই। তবে সেই নিয়ম শুধু জাতীয় দলেই আর সীমাবদ্ধ রইল না, এবার আইপিএলেও একই পরিস্থিতির সম্মুখীন হতে চলেছেন ক্রিকেটাররা।
গত ১৮ ফেব্রুয়ারি আসন্ন আইপিএলের নিয়মাবলীর রূপরেখা নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের সাথে আলোচনায় বসেছিল বিসিসিআই। এবার সেই আলোচনাই নির্দেশিকা রূপে এসেছে। যেখানে বলা হয়েছে, ম্যাচের দিন বা অনুশীলনে দলের ড্রেসিংরুমে প্রবেশ করতে পারবেন না ক্রিকেটারদের স্ত্রী ও বান্ধবীরা। কেবল পরিচয়পত্র থাকা দলের সদস্যরা ড্রেসিংরুমে থাকবেন।
এছাড়াও জাতীয় দলের একাধিক নতুন ফতোয়া আইপিএলেও জারি করা হয়েছে ক্রিকেটারদের জন্য।প্রতিটি দলের ক্রিকেটাররা শুধু টিম বাসেই যাতায়াত করতে পারবেন। ব্যক্তিগত গাড়ি কেউই ব্যবহার করতে পারবেন না। ক্রিকেটারদের পরিবার বা বন্ধুদের আলাদা গাড়ি করে যেতে হবে।