দিনের শেষে আমার সবাই শ্রমিক: এ কী বললেন মহম্মদ শামি?

এক্সট্রা টাইম বাংলা ওয়েব ডেস্ক: নিজেদেরকে শ্রমিক বললেন শামি, কেন বললেন? অস্ট্রেলিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মহম্মদ শামি, যিনি চোট কাটিয়ে প্রত্যাবর্তন করেই নিজের জাত চিনিয়েছেন। জসপ্রীত বুমরা দলে না থাকায় শামির কাঁধেই পড়েছে অতিরিক্ত দায়িত্ব, আর সেই চাপই যেন তাঁকে আরও উজ্জীবিত করেছে।
বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করে ৫ উইকেট নেওয়ার পর সেমিফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচেও তিনি ঝলসে উঠেছেন, শিকার করেছেন ৩টি মূল্যবান উইকেট। তবে নিজের পারফরম্যান্স নিয়ে এখনো পুরোপুরি সন্তুষ্ট নন বাংলার এই পেসার। ম্যাচ শেষে শামি জানান, তিনি এখনও ছন্দে পুরোপুরি ফেরেননি, তবে দলের স্বার্থে নিজের সেরাটা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
শামি বলেন, "আমি এখনও সম্পূর্ণভাবে ছন্দে ফিরিনি, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি দলের জন্য আরও ভালো বোলিং করতে চাই। আমাদের মূল দুই পেসার দলে নেই, তাই সেই দায়িত্ব আমাকে নিতে হয়েছে।"
বর্তমানে নতুন বলে শামির সঙ্গে জুটি বাঁধছেন হার্দিক পান্ডিয়া। ফলে বাড়তি দায়িত্বও সামলাতে হচ্ছে তাঁকে। এই প্রসঙ্গে শামি বলেন, "যখন দলে বিশেষজ্ঞ দুই ফাস্ট বোলারের জায়গায় একজন খেলছে, তখন একজন অলরাউন্ডার অন্য প্রান্ত থেকে বল করলেও মূল দায়িত্বটা একজন অভিজ্ঞ পেসারের উপরই থাকে। তাই আমাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হচ্ছে।"
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে চোট পেয়ে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন শামি। মাঠে ফেরার জন্য কঠোর পরিশ্রম করেছেন, ঘরোয়া ক্রিকেটেও খেলেছেন। তার পরেই জাতীয় দলে সুযোগ ফিরে পান তিনি। নির্বাচকদের আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে শামি বলেন, "টিমে সুযোগ পাওয়া মানেই নির্বাচকরা আমার উপর কতটা বিশ্বাস রাখেন, তা বোঝা যায়। ফিটনেস নিয়ে অতিরিক্ত চিন্তার কিছু নেই। যতটা সম্ভব দলের জন্য দাও, তারপর শরীর কীভাবে সাড়া দেয় দেখো। দিনের শেষে, আমরা সবাই শ্রমিক।"
শামি আরও জানান, তিনি লং স্পেলে বল করতেও প্রস্তুত। দুবাইয়ের উইকেট ও পরিবেশও তাঁদের সহায়তা করছে বলে মনে করেন তিনি। তাঁর বক্তব্য, "আমি লং স্পেলে বল করার জন্য প্রস্তুত। লিমিটেড ওভার ক্রিকেটে ৬ বা ১০ ওভার বল করায় সমস্যা হওয়ার কথা নয়। একই মাঠে বারবার খেলার ফলে আমরা কিছুটা বাড়তি সুবিধাও পাচ্ছি।"
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বোলিং বিভাগে শামি যে বড় ভূমিকা পালন করবেন, তা বলাই বাহুল্য। এখন দেখার, তাঁর দুর্দান্ত ফর্ম ভারতকে শিরোপা এনে দিতে পারে কি না!