স্মিথের অবসর ঘোষণার আগেই খবর পেয়ে গিয়েছিলেন বিরাট? মাঠেই জড়িয়ে ধরলেন স্মিথকে! তারপর? দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। মঙ্গলবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার পরাজয়ের পর তিনি এই সিদ্ধান্ত নেন। স্মিথ এই ম্যাচে লড়াকু অর্ধশতক হাঁকিয়ে দলের সেরা পারফর্মার হলেও বিরাট কোহলির দুর্দান্ত ইনিংস এবং হার্দিক পান্ডিয়ার শেষ মুহূর্তের ক্যামিও ভারতকে জয় এনে দেয়।
বুধবার ক্রিকেট বিশ্বকে অবসরের কথা জানানোর আগেই, মঙ্গলবার কোহলির সঙ্গে তার সংক্ষিপ্ত কথোপকথনের একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়। অনেকেই মনে করছেন, ম্যাচ শেষে হাত মেলানোর সময় কোহলি জানতে চান এটি স্মিথের শেষ ম্যাচ কি না, আর স্মিথ ‘হ্যাঁ’ বলেন। এরপরেই বিরাট স্মিথকে জড়িয়ে ধরেন। আর এই মুহূর্তটি সকলের মন জিতে নেয়। প্রসঙ্গত এর আগেও স্মিথের পাশে বারংবার দাঁড়াতে দেখা গিয়েছে বিরাটকে। বর্তমান সময়ের দুই অসামান্য ক্রিকেটারের একে অপরের প্রতি এই শ্রদ্ধা নতুন প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে।
৩৫ বছর বয়সি স্মিথ, যিনি চোটের কারণে অনুপস্থিত প্যাট কামিন্সের পরিবর্তে বিশ্বচ্যাম্পিয়ন দলের নেতৃত্ব দিয়েছিলেন, ম্যাচের পর সতীর্থদের জানান যে তিনি ৫০ ওভারের ফরম্যাট থেকে অবিলম্বে সরে দাঁড়াচ্ছেন। তবে তিনি টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাবেন।
Kohli asked Smith - 'Last?'.
— Vandana Singh (@VandanaSsingh) March 6, 2025
His face changed when Smith said Yes.
Huge respect for #SteveSmith ????‼️
That unforgettable inning when he took a brutal hit on the head but still came back to bat, fighting through the pain to lead his team to victory. A true warrior of the game!… pic.twitter.com/vA960iJqvu
নিজের সিদ্ধান্ত নিয়ে স্মিথ বলেন, "এটি অসাধারণ এক যাত্রা ছিল এবং আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। বহু দুর্দান্ত স্মৃতি রয়েছে, বিশেষ করে দুটি বিশ্বকাপ জয় অন্যতম সেরা অভিজ্ঞতা। সতীর্থদের সঙ্গে এই পথচলা ছিল অসাধারণ।"
স্মিথ ২০১৫ এবং ২০২৩ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি ২০১৫ ও ২০২১ সালে অস্ট্রেলিয়ার বর্ষসেরা একদিনের ক্রিকেটার নির্বাচিত হন এবং ২০১৫ সালে আইসিসির বর্ষসেরা একদিনের দলে জায়গা করে নেন।
২০১৫ সালে তিনি অস্ট্রেলিয়ার ওডিআই দলের অধিনায়কত্ব গ্রহণ করেন এবং তাঁর শেষ ম্যাচেও নেতৃত্ব দেন। তিনি বলেন, "এখন সময় নতুনদের প্রস্তুত হওয়ার, বিশেষ করে ২০২৭ বিশ্বকাপের জন্য। তাই আমি সরে দাঁড়ানোর সঠিক সময় বলে মনে করি।"
১৭০ ওডিআই খেলা এই অভিজ্ঞ ক্রিকেটার জানান, টেস্ট ক্রিকেট তাঁর অগ্রাধিকার এবং তিনি জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিকে নজর রাখছেন। "আমি মনে করি, এখনও এই পর্যায়ে অনেক কিছু দেওয়ার আছে," বলেন স্মিথ।