রিয়ালে আনসেলোত্তির উত্তরসূরি এই প্রাক্তন মাদ্রিদ তারকা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ২৫ মে রিয়াল মাদ্রিদের এই মরশুমের আপাতত শেষ খেলা, লা লিগায় রিয়াল সোসাইদাদের বিরুদ্ধে। সেই ম্যাচের ফলাফল যাই হোক না কেন, সেই ম্যাচটিই হতে চলেছে রিয়াল মাদ্রিদের হেড কোচ হিসেবে কার্লো আনসেলোত্তির শেষ ম্যাচ। এবার তার উত্তরসূরি কে হবেন, সে নিয়ে একাধিক নাম সামনে এসেছে।
এবার স্প্যানিশ পত্রিকা মার্কা অনুযায়ী, রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ হতে চলেছেন প্রাক্তন মিডফিল্ডার জাভি আলোন্সো। ৪৪ বছর বয়সী জাভি বর্তমানে বায়ের লেভারকুসেনকে কোচিং করাচ্ছেন। গত মরশুমে লেভারকুসেনকে বুন্দেশলিগায় অপরাজিত চ্যাম্পিয়ন করিয়ে গোটা বিশ্বের নজর কেড়েছিলেন আলোন্সো। সেখানে অনেকেই ধরে নিয়েছিলেন, রিয়াল মাদ্রিদের হাল ধরবেন এই প্রাক্তনী।
যদিও আগামী বছরের জুন মাস অবধি লেভারকুসেনের সাথে চুক্তি রয়েছে জাভির, তবে সমঝোতার মাধ্যমে রিয়ালে যাওয়ায় সমস্যা নেই তার। ২০০৯ থেকে ২০১৪ সাল অবধি রিয়াল মাদ্রিদের মাঝমাঠের দখল রেখেছিলেন আলোন্সো। ২০১৪ সালে মাদ্রিদের হয়ে যখন চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন জাভি, তখন কোচ ছিলেন আনসেলোত্তি। আজ সেই আনসেলোত্তির উত্তরসূরি হিসেবে আসছেন আলোন্সো।
দুই মেয়াদে মোট ছয় মরশুম রিয়ালের কোচিং করিয়েছেন আনসেলোত্তি, জিতেছেন সকল খেতাব। তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি উয়েফা সুপার কাপ, দুটি লা লিগা, দুটি কোপা ডেল রে, দুটি ক্লাব বিশ্বকাপ, দুটি স্প্যানিশ সুপার কাপ ও একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ - সব মিলিয়ে মোট ১৫টি ট্রফি জিতে আনসেলোত্তি রিয়ালের সর্বকালের সফলতম কোচ। তার পরেই রয়েছেন প্রয়াত কোচ মিগুয়েল মুনোজ, যিনি ১৪টি ট্রফি দিয়েছেন মাদ্রিদকে।