প্রসেনজিৎ - জিৎদের সঙ্গে সৌরভ গাঙ্গুলি? কেন শুটিংয়ে তিনি? খাকি - দ্যা বেঙ্গল চ্যাপ্টার

এক্সট্রা টাইম বাংলা ওয়েব ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায় ফের চমক দিলেন! ক্রিকেট মাঠে চার-ছক্কা হাঁকানোর পর, রিয়ালিটি শোয়ে ‘দাদাগিরি’র মঞ্চ মাতানোর পর এবার পুলিশের উর্দিতে ‘দাবাং’ মেজাজে ধরা দিলেন তিনি। বারুইপুরের বিনোদিনী স্টুডিওতে সম্প্রতি পুলিশের পোশাকে শুটিং করতে দেখা গেছে তাঁকে। চোখে চশমা, গায়ে খাকি উর্দি— একেবারে চেনা সৌরভকে যেন নতুনভাবে দেখা গেল! কিন্তু প্রশ্ন উঠছে, তা হলে কি জিৎ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনিও অভিনয়ে পা রাখলেন?
আসলে, সৌরভের এই রূপান্তর এক বিশেষ প্রচারমূলক ভিডিওর জন্য। নীরজ পাণ্ডের বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রচারের জন্যই মহারাজ পুলিশের পোশাক পরেছেন। পরিচালনায় ছিলেন অয়ন সেনগুপ্ত। সূত্রের খবর, ক্যামেরার সামনে তিনি এতটাই সাবলীল ছিলেন যে দুঁদে অভিনেতাদেরও টেক্কা দিতে পারেন! রাত বারোটা পর্যন্ত চলেছে শুটিং, আর প্রতিটি শটে দাদার অনবদ্য পারফরম্যান্স সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।
এদিকে, ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর টিজার প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে। বন্দুক, রাজনীতি, অপরাধের টানটান কোলাজ যেন রুদ্ধশ্বাস অভিজ্ঞতা দেবে। জিৎকে সেখানে বলতে শোনা গেছে, "যব তক কুছ বদলেঙ্গে নেহি, কুছ বদলেগা নেহি।" ব্যাকগ্রাউন্ডে কৈলাস খেরের গান যোগ করেছে এক নতুন মাত্রা।
এই প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে টলিউডের দুই সুপারস্টার— জিৎ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। হিন্দি ভাষায় নির্মিত এই ওয়েব সিরিজে জিৎ এক সাহসী পুলিশ অফিসারের চরিত্রে, প্রসেনজিৎ রাজনীতিবিদের ভূমিকায়। পাশাপাশি, পুলিশের চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। শাশ্বত চট্টোপাধ্যায় সাদা পাঞ্জাবিতে ঠোঁটে চেনা হাসি নিয়ে হাজির হবেন এক রহস্যময় ভূমিকায়। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ঋত্বিক ভৌমিক, চিত্রাঙ্গদা সিং, আদিল জাফর খান, মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো চক্রবর্তী এবং পূজা চোপড়া।
উল্লেখ্য, ২০২২ সালে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’, যা দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলে। এরপর থেকেই নির্মাতারা ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর পরিকল্পনা শুরু করেন। অবশেষে টিজারের পর এবার মুক্তির তারিখও ঘোষণা করলেন জিৎ-প্রসেনজিৎ জুটি। বাংলা ও হিন্দি— দুই ইন্ডাস্ট্রির শক্তিশালী তারকাদের নিয়ে তৈরি এই সিরিজ যে রীতিমতো বাজিমাত করবে, তা বলার অপেক্ষা রাখে না!