আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: বল বিকৃতি বিতর্কে ভারত, জাদেজাকে সতর্ক করলেন আম্পায়ার!

Photo-X
এক্সট্রা টাইম বাংলা ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচে বল বিকৃতি বিতর্কে জড়িয়ে পড়ে ভারতীয় দল। দুবাইয়ে অনুষ্ঠিত এই ম্যাচে আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ রবীন্দ্র জাদেজাকে হাতের টেপ খুলে ফেলতে বলেন।
ঘটনাটি ঘটে ম্যাচের ১৮তম ওভারের পর, যখন জাদেজা তাঁর তৃতীয় ওভার শুরু করতে যাচ্ছিলেন। ঠিক তখনই আম্পায়ার ইলিংওয়ার্থ হস্তক্ষেপ করেন বিষয়টিতে এবং জাদেজার বাঁ হাতে (যেটি তাঁর বোলিং হাতও) থাকা টেপ সরিয়ে ফেলতে বলেন। জাদেজার হাতে ক্ষত ছিল। সেটি ঢেকে রাখতে টেপ ব্যবহার করেছিলেন জাদেজা।
নিয়ম অনুযায়ী, কোনো বোলার বোলিং করার সময় বাহ্যিক কোনো টেপ ব্যবহার করতে পারেন না। এই সিদ্ধান্তের পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায়, আর বিরাট কোহলি এগিয়ে এসে জাদেজাকে টেপ খুলতে সহায়তা করেন।
এরপর সেই ওভারেই জাদেজা বল করে ফলো থ্রুতে ফিল্ডিং করার গিয়ে ডাইভ দিতে যান এবং তাঁর বোলিং হাতে চোট পান। ব্যথা অনুভব করায় আম্পায়ার পরের ওভারে তাঁকে আবার টেপ ব্যবহার করার অনুমতি দেন।
জাদেজা বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান। তবে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরাও তাঁকে থিতু হতে দেননি। স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেন তাঁর বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করেন এবং নিয়মিত সিঙ্গেলস নেন।