ট্র্যাভিস হেডকে কি আউট নাও দিতে পারতেন আম্পায়ার? গিল কি ভুল করেছিলেন?

এক্সট্রা টাইম বাংলার ওয়েব ডেস্ক: শুভমন গিলকে অস্ট্রেলিয়ার ওপেনার ট্র্যাভিস হেডের ক্যাচ নেওয়ার পর আম্পায়ার সতর্ক করলেন। হেড কে কি তবে আউট নাও দিতে পারতেন আম্পায়ার?
ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন হেড। তাঁকে আউট করাটা জরুরি ছিল। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২০২৩ বিশ্বকাপের স্মৃতি তখন ঘুরে বেড়াচ্ছে দুবাই থেকে কলকাতা! অস্ট্রেলিয়ার ইনিংসের নবম ওভারের দ্বিতীয় বলে হেড একটি পুল শট খেলেন, বোলার ছিলেন বরুণ চক্রবর্তী। বলটি লং-অফের দিকে উঠে গেলে গিল অনেকটা দৌড়ে দুর্দান্তভাবে ক্যাচটি নেন।
যদিও গিলের ক্যাচটি পরিষ্কার ছিল, তবে তিনি বলটি সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়ায় আম্পায়ার পুরোপুরি সন্তুষ্ট হননি। ফলে, আম্পায়ার গিলকে সতর্ক করেন।
্নিয়ম অনুযায়ী:
ফিল্ডার কতক্ষণ বল ধরে রাখবেন তার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। তবে মেরিলেবোন ক্রিকেট ক্লাব (MCC)-এর নিয়ম অনুযায়ী, ফিল্ডারকে বল এবং নিজের শরীরকে সম্পূর্ণ নিয়ন্ত্রিত রাখতে হবে, তারপরই ক্যাচটি সম্পূর্ণ বলে গণ্য হবে।
নিয়মে বলা হয়েছে:
ক্যাচ নেওয়ার প্রক্রিয়া শুরু হবে যখন বল প্রথমবার কোনো ফিল্ডারের শরীরে স্পর্শ করবে এবং শেষ হবে তখন, যখন ফিল্ডার বল এবং তার নিজের নড়াচড়ার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হবে।