বোল্ড হলেন কিন্তু আউট হলেন না স্টিভ স্মিথ! কেন?

এক্সট্রা টাইম বাংলা ওয়েব ডেস্ক: যদি ট্র্যাভিস হেডের কপাল চওড়া ছিল, শূন্য রানে ফিরতে পারতেন। তবে স্টিভ স্মিথ মহম্মদ শামির ফুলটস বলে বোল্ড হয়ে ফেরার আগে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন। স্টিভ স্মিথ তো বোল্ড হয়েও আউট হলেন না, এমন ঘটনাও দেখল ক্রিকেট বিশ্ব। যদিও এই ঘটনা নতুন না। ক্রিকেটের নিয়ম পড়তে হবে বেল!
১৩.৬ ওভারে অক্ষর প্যাটেলের একটি ডেলিভারি সামলাতে গিয়ে বিপাকে পড়েন স্মিথ। বল তাঁর ব্যাটের কানায় লেগে প্যাডে আঘাত করে, তারপর গড়িয়ে গিয়ে সোজা স্টাম্পে আঘাত করে। কিন্তু আশ্চর্যজনকভাবে বেল পড়েনি! ফলে আউট হওয়ার বদলে সৌভাগ্যক্রমে ক্রিজে টিকে যান স্মিথ। তখন তাঁর স্কোর ছিল মাত্র ২৩।
এরপরও একবার শামির হাতে জীবন পেয়ে যান অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। নিজের বলেই সহজ ক্যাচ নিতে ব্যর্থ হন শামি, আর সেই সুযোগেই ইনিংস বড় করার সুযোগ পেয়ে যান স্মিথ। ৯৬ বলে ৭৩ করে ফিরলেন শামির বলে। ক্লিন বোল্ড।