টস হেরে অনন্য নজির গড়লেন রোহিত শর্মা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: একদিনের ক্রিকেটে টস ভাগ্য সাম্প্রতিক সময়ে একেবারেই সঙ্গ দিচ্ছে না ভারতকে। এই নিয়ে একদিনের ক্রিকেটে টানা ১৪ নম্বর ম্যাচে টসে হারল টিম ইন্ডিয়া। অধিনায়ক রোহিত শর্মা শর্মা এই নিয়ে টানা ১১ বার টস হারলেন।
মঙ্গলবার টস তোলেন রোহিত শর্মা। স্মিথ হেড কল করেন এবং টসে জেতেন। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন স্মিথ। একদিনের ক্রিকেটে সবথেকে বেশি টানা টসে হেরেছেন ব্রায়ান লারা। অক্টোবর ১৯৯৮ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি ১২টি একদিনের ম্যাচে হেরেছিলেন। নিউজিল্যান্ডের অধিনায়ক পিটার বোরেন টানা ১১টি ম্যাচে টসে হেরেছেন। এবার নিউজিল্যান্ড অধিনায়কের রেকর্ড স্পর্শ করলেন রোহিতও। কারণ তিনিও টানা ১১টি একদিনের ম্যাচে টসে হারলেন।
রোহিত শর্মা ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে টসে প্যাট কামিন্সের কাছে হেরেছিলেন। সেই ম্যাচ হেরে খেতাব জয় ভারতের অধরাই থাকে। এরপর থেকে ওডিআই ক্রিকেটে টস জয় অধরাই থেকেছে ভারতীয় দলের, যা ফের বজায় থাকল চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালেও।