ব্যালন ডি অর কেন বয়কট করেছিলেন? আসল কারণ জানালেন ভিনিসিয়াস জুনিয়র

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফুটবল জগতের অধিকাংশ জনতা ধরেই নিয়েছিলেন, এবারের ব্যালন ডি অর পাবেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু সকলকে চমকে দিয়ে ব্যালন ডি অর জেতেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। খবর আগাম জানতে পারায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেছিলেন ভিনিসিয়াস সহ গোটা রিয়াল মাদ্রিদ দল।
এবার সেই বয়কট করা নিয়ে মুখ খুললেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়াস। তিনি জানিয়েছেন, ক্লাব বারণ করার জন্য তিনি জাননি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে নামার আগে সাংবাদিক বৈঠকে ঘটনাটি শেয়ার করেন ভিনি।
তিনি বলেছেন, "আমাকে আমার ক্লাব যা করতে বলেছিল, সেটাই করেছি। তারা আমাকে মাদ্রিদে থেকে যেতে বলেছিল, আমি সেটাই করেছি। আর কোনো সমস্যা নেই। আমরা এখন পরেরটায় মনোযোগ দিচ্ছি।"
তবে আগামী দিনে এই খেতাব জিততে চান তরুণ এই ব্রাজিলিয়ান, সেই বার্তা দিয়ে ভিনিসিয়াস বলেছেন, "আমি কখনো ব্যালন ডি অর জেতার স্বপ্ন দেখিনি। কিন্তু আপনি যদি সেই খেতাবের এত কাছে পৌঁছন, তখন সেটা পেতে চাইবেন। তবে আমার পুরস্কার জেতার এবং এই ক্লাবের হয়ে ট্রফি জেতার আরও অনেক সুযোগ আছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি দুইবার ইউরোপ সেরার ট্রফি জিতেছি। আমি আরও ট্রফি জেতার জন্য এখানে রয়েছি।"