এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফি শুরুর ৯ দিন আগেই মন্তব্য-পাল্টা মন্তব্যে চড়ছে পারদ৷ বিরাট কোহলিকে নিয়ে রিকি পন্টিংয়ের করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়া যাওয়ার আগে তোপ দেগেছিলেন গৌতম গম্ভীর ৷ এবার ভারতীয় হেড কোচকে খোঁচা পন্টিংয়ের।
কার্যত গম্ভীরের স্বভাব নিয়ে প্রশ্ন তুলে দিলেন পন্টিং। এক সংবাদমাধ্যমকে পন্টিং বলেছেন, "আমি প্রথমে প্রতিক্রিয়াটা পড়ে অবাক হয়ে গিয়েছিলাম। কিন্তু পরে ভাবলাম গৌতম গম্ভীরের স্বভাবটাই খোঁচা দেওয়া। তখন মনে হল ওনার মত মানুষের থেকে এমন প্রতিক্রিয়াই প্রত্যাশিত৷"
পন্টিং আরও বলেন, "কোনওভাবে বিরাটকে কটাক্ষ করা আমার উদ্দেশ্য ছিল না। আমি আসলে বলতে চেয়েছি অতীতে অস্ট্রেলিয়ার মাটিতে ওর পারফরম্যান্স দারুন ছিল। তাই এখানে এসে ও আবার পুরনো ফর্মে ফিরতে চাইবে ৷ আমার মনে হয় বিরাটকে জিজ্ঞেস করা হলেও সেও বিষয়টি উদ্বেগ প্রকাশ করবে যে, আগে যেভাবে শতরান করত এখন সেটা পারছে না ৷ তাই এটা ভেবে অবাক লাগে যে কীভাবে ছোট ছোট বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া হয়৷ তবে এটুকু বলতে পারি যে, বিরাট অসাধারণ ব্যাটার এবং অতীতে সে অস্ট্রেলিয়ার মাটিতে দুর্ধর্ষ পারফর্ম করেছে ৷"
প্রসঙ্গত, সম্প্রতি আইসিসি'র একটি ইভেন্টে বিরাট কোহলির সাম্প্রতিক ফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন পন্টিং। অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগে গম্ভীর বলেছিলেন, "ভারতীয় ক্রিকেট নিয়ে ওনার (পন্টিং) এত কীসের সমস্যা? ওনার উচিৎ অস্ট্রেলিয়ান ক্রিকেট নিয়ে মাথা ঘামানো ৷ বিরাট কিংবা রোহিতকে নিয়ে ওনার এত উদ্বেগের কোনও প্রয়োজনই নেই ৷ দু'জনেই কঠোর মানসিকতার ৷ ভারতীয় ক্রিকেটে দু'জনের অবদান অনেক ৷ আমার মনে হয় আগামীতেও অনেককিছু করবে ওনারা৷"