এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: লোকসভা ভোটের আগে বড় ঘোষণা করলেন গৌতম গম্ভীর। ভোটের আগেই রাজনীতির আঙিনা থেকে দূরে সরার কথা জানিয়ে দিলেন গম্ভীর। তবে কি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন এই বিশ্বকাপ জয়ী ভারতীয় খেলোয়াড়? এদিন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট করেন গৌতম গম্ভীর। সেখানেই তিনি কলকাতা নাইট রাইডার্স দলে সবটুকু সময় দেওয়ার জন্য রাজনৈতিক দায়িত্ব ছাড়ার কথা ঘোষণা করেছেন।
দিল্লির বিজেপির সাংসদ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে তাঁর রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ করেছেন।
আরও পড়ুন: জামশেদপুর বধে ফিরে এল বাগানের স্টেনগান স্মৃতি
শনিবার নিজের এক্স হ্যান্ডেলে কেকেআর মেন্টর লিখেছেন, "আমি মাননীয় পার্টির সভাপতি জেপি নাড্ডাজিকে আমার রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ করেছি যাতে আমি আমার আসন্ন ক্রিকেট টুর্নামেন্টে ফোকাস করতে পারি। আমি আন্তরিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মাননীয় অমিত শাহজিকে ধন্যবাদ জানাই আমাকে মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য। জয় হিন্দ।"
প্রসঙ্গত, লখনউ দলের দায়িত্ব ছেড়ে এবার কেকেআরের মেন্টর হয়েছেন গৌতম গম্ভীর। এই দলকে অধিনায়ক হিসাবে দু'বার চ্যাম্পিয়ন করেছেন। লোকসভা ভোটের সময় আইপিএল চলবে, সেকারণেই রাজনীতি থেকে বিরতি নিলেন গৌতম গম্ভীর।