৩০ টাকা ধার করে অনুশীলনে আসা অশ্বিনীই ৩০ লাখের মুম্বইয়ের নায়ক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ৩০ টাকা ধার করে অটো করে কোনরকমে অনুশীলনে আসা অশ্বিনীকে নিলামে ৩০ লক্ষ টাকায় দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই অজানা অশ্বিনী কুমারই কেকেআরকে চূর্ণ করে এখন আইপিএলের নায়ক। নাইটদের বিরুদ্ধে ওয়াংখেড়েতে মাত্র ৩ ওভারে ২৪ রান দিয়ে ৪ টি উইকেট তুলে নিয়েছেন।
মোহালির ঝাঞ্জেরির বাসিন্দা অশ্বিনী। চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালসের মতো দলে ট্রায়াল দিয়েছিলেন অশ্বিনী। কিন্তু সুযোগ হয়নি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অশ্বিনীর বাবা হরকেশ কুমার বলেছেন, "বৃষ্টি হোক বা রোদ। মোহালি স্টেডিয়ামে ছুটে যেত অশ্বিনী। তারপর মুল্লানপুরের মাঠ। কখনও সাইকেল করেই মাঠে চলে যেত। বা কারও গাড়িতে লিফট চাইত। কিংবা শেয়ারের অটোয় মাঠে যেত এখনও মনে আছে আমার কাছ থেকে গাড়ি ভাড়া বাবদ ৩০ টাকা নিয়ে যেত। কিন্তু যখন মুম্বই ইন্ডিয়ান্স মেগা নিলামে ওঁকে ৩০ লক্ষ টাকায় কিনল মনে হয়েছিল স্বপ্ন সার্থক হয়েছে ছেলের। কেকেআরের বিরুদ্ধে যখন একের পর এক উইকেট নিচ্ছিল তখন মনে পড়ে যাচ্ছিল সেই দিনগুলোর কথা।"
দাদা শিব রানা বলেছেন, "আইপিএল খেলার জন্য ভাই অনেক দলে ট্রায়াল দিয়েছিল। তবে ওঁর আদর্শ ছিল বুমরা ও স্টার্ক। ওঁর বন্ধুরা টাকা তুলে ভাইকে ক্রিকেট বল কিনে দিয়েছিল। তাই মুম্বই যখন ওঁকে ৩০ লক্ষ টাকায় কেনে। তখন গ্রামের স্থানীয় অ্যাকাডেমিগুলোতে ভাই ক্রিকেট সরঞ্জাম দান করেছিল। বারবার বলত, এমন কিছু করতে চাই যাতে আমার লেখা জার্সি অন্যরা পড়বে।"
ম্যাচের পর সেরার পুরস্কার হাতে নিয়ে অশ্বিনী বলেছেন, "শুরুতে চাপে ছিলাম। এখন দারুণ লাগছে৷ মাঠে নামতেই চাপ কেটে যায়। দলের পরিবেশও অসাধারণ।" অভিষেক হওয়ার খবরে তিনি এতটাই নার্ভাস ছিলেন যে দুপুরে মাত্র ১টি কলা খেয়েই কাটিয়েছেন। অশ্বিনী কুমার বললেন, "আমি তো নার্ভাস ছিলাম সকাল থেকেই। তাই টেনশনে দুপুরে লাঞ্চে মাত্র ১টা কলা খেয়েই কাটিয়েছি, চিন্তায় ছিলাম যে অভিষেকটা কেমন হবে। তবে ভালোই হয়েছে।"