পিচ নিয়ে কলকাতা-চেন্নাইয়ের পর এবার ক্ষোভ প্রকাশ গোয়েঙ্কার লখনউয়ের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার আইপিএল ২০২৫ এ প্রথমবার ঘরের মাঠে খেলতে নেমে পরাজয়ের মুখে পড়েছে সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্ট। আর সেই পরাজয়ের পর ঘরের মাঠের পিচকে দায়ী করছে লখনউ ম্যানেজমেন্ট।
পাঞ্জাবের বিরুদ্ধে শুরুতে ব্যাট করে ১৭১ রান তুলেছিল লখনউ। কিন্তু পন্থ-পুরানরা সেভাবে ব্যাটে-বলে লাগাতে পারছিলেন না। কিন্তু দ্বিতীয় ইনিংসে নেমে পাঞ্জাব অনায়াসে সেই রান তাড়া করে। আর এই কারণেই পিচ নিয়ে হতাশ লখনউয়ের মেন্টর জাহির খান।
ম্যাচের পর সাংবাদিক বৈঠকে জাহির বলেছেন, "একানার পিচ বেশ হতাশ করেছে। কারণ এটা আমাদের হোম ম্যাচ ছিল। আইপিএলে প্রতিটা ফ্র্যাঞ্চাইজিই কোনও না কোনও ভাবে হোম ম্যাচের সুবিধা পায়। সে দিক থেকে আমাদের পিচ কিউরেটর বোধ হয় ভাবেননি এটা আমাদের হোম ম্যাচ। মনে হচ্ছিল পিচটা পাঞ্জাবের কেউ তৈরি করেছে।"
এরপর জাহির বলেছেন, "এটা নিয়ে অবশ্যই ভাবতে হবে। নতুন একটা ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছি, আশা করি এই প্রথম এবং এই শেষ বার পিচ নিয়ে কথা বলতে হবে। লখনউয়ের দর্শকদের কাছে এটা হতাশার। ওরা তো নিজেদের দলের জয় দেখতেই মাঠে আসেন। ভেবেছিলেন প্রথম ম্যাচে জয় দেখবেন। কিন্তু হতাশা নিয়ে ফিরতে হয়েছে। তবে দল হিসাবে আমরা আত্মবিশ্বাসী। ঘরের মাঠে যত বেশি সম্ভব ম্যাচ জেতার চেষ্টা করব। এখনও ছয়টা ম্যাচ বাকি।"