৪৩ বছরের ধোনিকে কেন প্রয়োজন আইপিএলে? ব্যাখ্যা দিলেন ক্রিস গেইল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বয়স ৪৩, তবুও আইপিএলে খেলে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। গ্লাভস হাতে যেমন ক্ষিপ্রগতির স্টাম্পিং, ব্যাট হাতে সেই ছক্কা মারার জোর। কিন্তু ধোনির এত নীচে ব্যাটিং করতে নামা নিয়ে সমালোচনা চলছে। যদিও চেন্নাই সুপার কিংস কোচ স্টিফেন ফ্লেমিং ব্যাখ্যা দিয়েছেন, হাঁটুর ব্যাথার জন্য ধোনি আগে ব্যাট করতে চান না।
তবে আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক তথা ইউনিভার্স বস ক্রিস গেইল মনে করছেন, ধোনি থাকলে গরিমা বাড়বে আইপিএলের। এই নিয়ে এক সাক্ষাৎকারে গেইল বলেছেন, "ধোনি আইপিএলকে যা দিয়েছে, অন্য কারও সঙ্গে তার তুলনা হওয়া উচিত নয়। আইপিএলে ধোনির উপস্থিতি অনেক কিছু যোগ করে। ধোনিকে যদি যত বেশি সম্ভব খেলতে দেখতে চান, ওনাকে চাপে ফেলবেন না। এটা করলে ওনার মতো একজন দুর্দান্ত ব্যক্তিত্বের মানুষ এবং ক্রিকেটারকে ভুল বার্তা দেওয়া হতে পারে। ওনার মতো একজন কিংবদন্তিকে এই বার্তা দেওয়া ঠিক হবে না, কারণ তিনি আইপিএলকে এত কিছু দিয়েছেন।"
এরপর গেইল বলেছেন, "তিনি ৩ নম্বরে নামুন বা ১১ নম্বরে, তাতে কিছু যায় আসে না। লোকে তার একটা ঝলক দেখতে চায়।"