আবারও বিশ্বকাপ হাতে পেয়ে শিশুর মত আচরণ করলেন লিওনেল মেসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০২২ সালে কাতারে বিশ্বজয় করেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। এর আড়াই বছর পর আবারও বিশ্বকাপ হাতে পেলেন লিওনেল মেসি। না কোনও রেপ্লিকা নয়, একেবারে আসল ট্রফি। সেই ট্রফি হাতে পেয়ে শিশুর মত আচরণ করলেন মেসি। আর সেই ট্রফি লস অ্যাঞ্জেলেসে মেসির হাতে তুলে দেন খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
কিন্তু আড়াই বছর পর কেন আসল বিশ্বকাপ হাতে পেলেন মেসি? ২০২৬ বিশ্বকাপের প্রচারের জন্য এই বিশেষ আয়োজন করা হয়েছে। অ্যাডিডাস ও ফিফার আয়োজনে বিশ্বকাপ ট্রফির প্রচারের কাজ শুরু হয়েছে। এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
এই বিশেষ অনুষ্ঠানে মেসির সাথে উপস্থিত ছিলেন ন্যাশনাল ফুটবল লিগের দল ক্যানসাস সিটি চিফের কোয়ার্টার ব্যাক প্যাট্রিক মাহোমস, যিনি নিজে মেসির ভক্ত। উপস্থিত ছিলেন ইতালির কিংবদন্তি আলেসান্দ্রো ডেল পিয়েরো ও জার্মানির প্রাক্তন কোচ জুরগেন ক্লিন্সম্যান। বাঁ হাতে ট্রফিটা নিয়ে মেসি বলেছেন, "এটা আমার কাছে খুবই স্পেশ্যাল ট্রফি, খুবই সুন্দর।"