ফেভারিট কেউ নয়! মোহনবাগানের বিরুদ্ধে ইতিবাচক ফল করতে আশাবাদী জামশেদপুর কোচ খালিদ জামিল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার আইএসএল সেমি ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট ও জামশেদপুর এফসি। জেআরডি টাটা কমপ্লেক্স স্টেডিয়ামে নামার আগে ইতিমধ্যেই জামশেদপুরকে চাপের খেলায় রেখেছেন মোহনবাগান হেড কোচ জোসে মোলিনা। তবে প্রতিপক্ষ কোচ খালিদ জামিল এই ম্যাচের জন্য কতটা তৈরি?
সাংবাদিকদের মুখোমুখি হয়ে খালিদ জানিয়েছেন, "নর্থইস্টের বিরুদ্ধে ম্যাচের থেকে এই ম্যাচটা একেবারে আলাদা। এটা নকআউট নয়, দুই লেগে খেলা হবে। আমরা প্রথম লেগ নিজেদের ঘরের মাঠে খেলব। আমাদের ইতিবাচক ফল আনতে হবে। মোহনবাগানের রেকর্ড খুব ভালো। ওদের দলটা খুব ভালো, ভালো মানের ফুটবলার রয়েছে। ওরা শিল্ড চ্যাম্পিয়ন। আমাদের সতর্ক থাকতে হবে। তবে ওরাও এই ম্যাচ নিয়ে ভাববে।"
এদিকে মোলিনা সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, জামশেদপুর এই ম্যাচে চাপে থাকবে। তবে খালিদ সেই খেলায় নামতে নারাজ। তিনি বলেছেন, "উনি ঠিকই বলেছেন। আপনিও কি এটাই ভাবছেন? সেমি ফাইনালে কেউ ফেভারিট হয় না। কিন্তু আপনি কি মনে করছেন মোহনবাগান সেমিতে ফেভারিট? তা নয়। ফুটবলে কোনও কিছু ভবিষ্যতবাণী করা যায় না। ওরাও ভালো, আমরাও ভালো।"
মোহনবাগানের বিরুদ্ধে এই মরশুমে দুইবার খেলেছে জামশেদপুর। ঘরের মাঠে মোহনবাগানকে আটকে দিলেও যুবভারতীতে মুখ থুবড়ে পড়েছিল খালিদ ব্রিগেড। সেখান থেকে কী শিক্ষা নিয়েছে ছেলেরা? এই নিয়ে জামশেদপুর কোচ বলেছেন, "এই ম্যাচটা একেবারেই আলাদা। এই ম্যাচটার কয়েক দিন পর ওদের বিরুদ্ধে আবারও খেলতে হবে। ফলে আমাদের সাবধানে ভাবতে হবে, আর নিজেদের সেরাটা দিতে হবে। ইতিবাচক ফল আনতে হবে।"
সব শেষে, প্রথম লেগ ঘরের মাঠে হওয়ায় কী লক্ষ্য থাকবে খালিদের, এর উত্তরে তিনি বলেছেন, "আমাদের নিজেদের স্বাভাবিক খেলা খেলতে হবে। আমাদের সকলকে নিজেদের সেরাটা দিতে হবে। প্রতিটা খেলোয়াড়কে দায়িত্ব নিতে হবে। ম্যাচের ভবিষ্যতবাণী আমি দিতে পারছি না, তবে আমরা ইতিবাচক ফলের জন্য নামব।"