চেন্নাইকে হারানোর আনন্দে ছাগল বলি, গ্রেফতার ৩ আরসিবি সমর্থক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অতি ভক্তি চোরের লক্ষণ, আর তাতেই হাজতবাসের শাস্তি পেতে হল তিনজন আরসিবি সমর্থক। কয়েক দিন আগে চেন্নাই সুপার কিংসকে রুদ্ধশ্বাস ম্যাচে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর তার জন্য ছাগল বলি দিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল এই তিন সমর্থক।
ঘটনাটি ঘটেছে কর্নাটকের চিত্রদূর্গা জেলার মোলাকালমুরু তালুক এলাকার মারিয়াম্মানাহাল্লি গ্রামের। সেই গ্রামের তিন বাসিন্দা সানা পালায়া, জায়ানা ও টিপ্পে স্বামী বিরাট কোহলির কাটআউটের সামনে একটি ছাগল বলি দেন। সেই বলির রক্ত কোহলির কাটআউটে দিচ্ছেন তারা।
এই পুরো বিষয়টি ২০ সেকেন্ডের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, যার ক্যাপশনে লেখা ছিল '১৪৩ কল্কি'। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন ছাগলটিকে ধরে রয়েছেন, একজন সেটিকে বেঁধে রেখেছিলেন, আর তৃতীয়জন চেন্নাইয়ের বিরুদ্ধে আরসিবির জয়ের ঘোষণা করে ছাগলটি বলি দেন।
এই ভিডিওটি ভাইরাল হতে নেটিজেনরা পুলিশকে মেনশন করে। এরপর স্বতপ্রণোদিত মামলা এবং নিরীহ পশু হত্যার মামলা রুজু করে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।