মোহনবাগান ও ইস্টবেঙ্গলের বড় প্রস্তাব থাকা সত্ত্বেও নিজের ক্লাবে থেকে গেলেন এই তারকা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসি - বাংলার দুই প্রধানের নজর ছিল তার উপর, বড়সড় প্রস্তাবও দেওয়া হয়েছে। কিন্তু অন্য দলের প্রলোভনকে সরিয়ে নিজের ক্লাবেই থেকে যাচ্ছেন তারকা সাইডব্যাক নাওরেম রোশন সিং। বেঙ্গালুরু এফসির সাথে চার বছরের চুক্তিবৃদ্ধি করলেন রোশন।
২০২৯ সাল অবধি বেঙ্গালুরুতে থাকছেন এই ২৬ বছর বয়সী ফুটবলার। এই নিয়ে রোশন বলেছেন, "আমি খুবই খুশি বিএফসির সাথে নিজের যাত্রা আরও এগিয়ে নিয়ে যেতে পেরে। এটি এমন এক ক্লাব যেখানে আমি একজন খেলোয়াড় ও একজন মানুষ হিসেবে বেড়ে উঠেছি। আমার সতীর্থদের সাহায্য, সমর্থকদের ভালোবাসা এবং এই শহর আমার জন্য সিদ্ধান্তটি নিতে সহজ করেছে। বেঙ্গালুরু নিজের ঘরের মত লাগে, আর আমি মুখিয়ে রয়েছি বেঙ্গালুরুর জার্সিতে আরও স্মৃতি তৈরি করার।"
দুইবার আইএসএল ফাইনাল খেলা রোশন ২০২২ সালে যুব দল থেকে বেঙ্গালুরুর সিনিয়র দলে আসেন। সেই বছরই জিতেছিলেন আইএসএলের সেরা উঠতি খেলোয়াড়ের সম্মান এবং পেয়েছিলেন জাতীয় দলে সুযোগ। ২০২২ সালে ডুরান্ড কাপও জিতেছিলেন তিনি। সদ্য আইএসএলে ক্লাবের অধিনায়ক সুনীল ছেত্রীর পর রোশনই একমাত্র ফুটবলার ছিলেন, যিনি প্রতিটা ম্যাচ খেলেছিলেন।