মুম্বাইয়ের রাস্তায় এক বাচ্চার ইয়র্কারে অবাক জস বাটলার, দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার মুম্বাইয়ের রাস্তায় দেখা গেল, তারকা ইংরেজ উইকেটকিপার-ব্যাটার জস বাটলারকে। তবে ঘুরতে যেতে নয়, ক্রিকেট খেলতে। রাস্তার কিছু বাচ্চাদের সাথে ক্রিকেট খেলেন গুজরাট টাইটান্সের এই তারকা।
ভিডিওতে দেখা যায়, একটি বাচ্চা দৌড়ে এসে একটি দুর্দান্ত ইয়র্কার করে, যা কোনওমতে খেলেন বাটলার। তবে হাতে ব্যাটের জায়গায় একটি ছোট লাঠি ছিল। সেই ইয়র্কারটির প্রশংসাও করেন বাটলার। ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Jos Buttler playing cricket in Mumbai streets ???????? [????: Jos Buttler Instagram] pic.twitter.com/UEc3yO5i26
— Johns. (@CricCrazyJohns) May 7, 2025
মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারায় গুজরাট, সেই ম্যাচে ৩০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন বাটলার। চলতি আইপিএলে ৫০০ রান করে ফেলেছেন বাটলার, মাত্র ১১ ইনিংসে। ৭১.৪২ এর গড় ও ১৬৩.৯৩ স্ট্রাইক রেটে অরেঞ্জ ক্যাপের দৌড়ে রয়েছেন এই ইংরেজ।