মেসির আগমণে ইন্টার মায়ামি হয়ে উঠল এমএলএসের রিয়াল মাদ্রিদ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : লিওনেল মেসির আগমণের পর মেজর লিগ সকারের জনপ্রিয়তা অন্য মাত্রায় গিয়েছেই, ইন্টার মায়ামি দলের সাফল্যও তুঙ্গে। এক সময়ে মেজর লিগ সকারের নীচের দিকে থাকা দল আজ মেসির আগমণে শিরোপা জেতার দাবিদার। মেসির আগমণে ইন্টার মায়ামি যেন এমএলএসের রিয়াল মাদ্রিদ হয়ে গিয়েছে, এমনই দাবি মেসির এক সময়ের সতীর্থ জোসেফ মার্টিনেজ।
ভেনেজুয়েলার এই ফরোয়ার্ড বর্তমানে সান হোসে আর্থকোয়েকসের হয়ে খেলছেন, তবে এক মরশুম মায়ামিতে মেসির সতীর্থ ছিলেন। মেসিকে নিয়ে কথা বলতে গিয়ে এক পডকাস্টে মার্টিনেজ বলেছেন, "আমরা এমন এক দল ছিলাম, যাদের কেউ চিনত না। এমনকি ইনস্টাগ্রামেও আমাদের কোনো অস্তিত্ব ছিল না। হঠাৎ একদিন দেখি, হাজার হাজার সাংবাদিক এসে হাজির! মেসি আসার পরে আমরা যেন অদৃশ্য। আর এরপরই হয়ে উঠলাম এমএলএস-এর রিয়াল মাদ্রিদ।"
তবে মহাতারকা মেসি যে একেবারে মাটির মানুষ, এমনটাই জানিয়েছেন মার্টিনেজ। তিনি বলেছেন, "মেসিকে ড্রেসিংরুমে প্রথম দেখে মনে হয়েছিল, এই মানুষটিই পৃথিবীর সবচেয়ে সাধারণ মানুষ। কোনো অহংকার নেই, কোনো দূরত্ব নেই। আমরা ভাবতাম, একজন বিশ্বচ্যাম্পিয়ন কেমন হবে। কিন্তু মেসি ছিলেন আমাদের মতই। এই সাধারণত্ব তাকে অসাধারণ করে তোলে।"
সব শেষে, মেসির আগমণ শুধু সাফল্য নয়, ক্লাবে বাকি ফুটবলারদের মনোবল বেড়েছে, তা স্বীকার করেছেন মার্টিনেজ। তিনি বলেছেন, "টেলর নামে এক খেলোয়াড় আগে গোল করার চিন্তাও করতে পারতেন না। কিন্তু মেসি আসার পর যেন ওনাকে কেউ বদলে দিল! যে সকল খেলোয়াড় ঠিকভাবে পাস দিতেও পারত না, তারাও উন্নতি করতে লাগল। এমনকি ঈশ্বরও তখন আমাদের দেখতে লাগলেন!"