সম্মান বাঁচাতেই কি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন রোহিত শর্মা?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: আরও এক বাতি স্তম্ভ নিভে গেল। রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন এবং বলেন, তিনি একদিনের ক্রিকেটে ভারতের হয়ে খেলা চালিয়ে যাবেন।
রোহিত তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, "আমি জানাতে চাই যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য এক বিশাল সম্মানের বিষয়। এতদিন ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। আমি ওডিআই ফরম্যাটে ভারতের হয়ে খেলা চালিয়ে যাবো।"
এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে, যখন সূত্র মারফত জানা গেছে, নির্বাচকরা ইংল্যান্ড সফরের (২০ জুন শুরু) জন্য নতুন টেস্ট অধিনায়ক খুঁজছেন। সূত্র মতে, রোহিত কি শুধুমাত্র ব্যাটার হিসেবে দলে থাকবেন, সে নিয়েও অনিশ্চয়তা ছিল।
এতেই বোঝা যাচ্ছে, নির্বাচকদের অবস্থান বিবেচনা করে রোহিত তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এখন নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে। জসপ্রীত বুমরাহ, শুভমান গিল ও ঋষভ পন্ত—এই তিনজন প্রার্থী তালিকায় আছেন। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিতের অনুপস্থিতিতে বুমরাহ নেতৃত্ব দিয়েছিলেন।
এর আগেও, বছরের শুরুতে রোহিত টেস্ট থেকে অবসর নেওয়ার কথা ভাবছিলেন। তবে ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর তিনি বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন এবং ইংল্যান্ড সফরের জন্য সুযোগ চান। বিসিসিআই তখন তার সেই অনুরোধ মেনে নেয়।
তবে রোহিতের হঠাৎ সিদ্ধান্ত নির্বাচকদের একটু জটিল অবস্থায় ফেলে দেয়। ৩৮ বছর বয়সী একজন ক্রিকেটারকে নতুন টেস্ট চক্রের শুরুতে অধিনায়ক হিসেবে রাখার বিষয়ে তারা সম্পূর্ণ নিশ্চিত ছিলেন না। তাঁর ফর্মে অবনতি হলে দলের পারফরম্যান্সের পাশাপাশি নির্বাচকদের সিদ্ধান্তও প্রশ্নের মুখে পড়তে পারতো।