শেষ অবধি কী মোহনবাগানের সাথেই খেলতে হবে রোনাল্ডোর আল নাসেরকে? বাড়ল সম্ভাবনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার সৌদি প্রো লিগে আল ইত্তিহাদের বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও ৩-২ গোলে হারল আল নাসের। সেই ম্যাচে পেনাল্টি মিস করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর এর জেরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট খেলার সম্ভাবনা অনেকটাই কমে এসেছে আল নাসেরের।
ইতিমধ্যেই সৌদি ক্লাব আল আহলি এবারের এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হয়ে পরের বারের জন্যও যোগ্যতা অর্জন করেছে। ফলে এই লিগ থেকে আরও দুটি ক্লাব সুযোগ পাবে, অর্থাৎ চ্যাম্পিয়ন ও রানার্স আপ। আল নাসেরের থেকে বর্তমানে শীর্ষে থাকা ইত্তিহাদ ১১ পয়েন্ট ও দ্বিতীয় স্থানে থাকা আল হিলাল ৪ পয়েন্ট এগিয়ে রয়েছে।
এই পরিস্থিতিতে চতুর্থ স্থানে বজায় থাকলে রোনাল্ডোদের খেলতে হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে, যেখানে ভারত থেকে সুযোগ পেয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ফলে সবুজ-মেরুণ শিবিরের জন্য বড় সুযোগ হলেও, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো চাইবেন এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে খেলতে।