চেন্নাইয়ের বিরুদ্ধে দুরন্ত বোলিং করেও শাস্তি পেলেন বরুণ চক্রবর্তী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার ইডেন গার্ডেন্সে চেন্নাই সুপার কিংসের কাছে ২ উইকেটে হারল কলকাতা নাইট রাইডার্স। তবে সেই ম্যাচে ভালো বোলিং করেছেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী, ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন।
তবে এত ভালো বোলিং সত্ত্বেও শাস্তি পেতে হল বরুণকে। আচরণবিধি লঙ্ঘনের জন্য নাইট স্পিনারের ম্যাচ ফি এর ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে, সাথে একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি।
যদিও কীসের জন্য এই শাস্তি পেলেন বরুণ, সেটি আইপিএলের তরফ থেকে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, সিএসকের তারকা ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসকে আউট করে যেভাবে অঙ্গভঙ্গি করেছিলেন বরুণ, তার জেরেই শাস্তি পেয়েছেন।
প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স ২০ ওভারে ৬ উইকেটে ১৭৯ রান তোলে। জবাবে চেন্নাই সুপার কিংস ২ বল বাকি থাকতে প্রয়োজনীয় রান তুলে নেয়। এই হারের ফলে প্লেঅফসে যাওয়ার রাস্তা অনেকটাই কঠিন হয়ে গেল নাইটদের জন্য।