ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে পিএসএল ছাড়ার ইচ্ছা প্রকাশ করলেন দুই ইংলিশ তারকা

Photo-X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটির উপর নির্ভুল হামলার পর পাকিস্তান সুপার লিগে অংশ নেওয়া ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলায় ২৬ নিরীহ মানুষ নিহত হওয়ার জবাবে ভারত এই সামরিক অভিযান চালায়। এর কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়ে দেয়, তারা পিএসএলের বাকি ম্যাচগুলো পরিকল্পনামাফিক আয়োজন করবে এবং চলমান উত্তেজনা সত্ত্বেও টুর্নামেন্ট চালিয়ে যাবে।
তবে ভারত-পাকিস্তান সংঘাত যুদ্ধের দিকে মোড় নিতে পারে, এই আশঙ্কায় পিএসএলে খেলা ইংলিশ ক্রিকেটাররা সিদ্ধান্তহীনতায় ভুগছেন।
পিএসএলে বর্তমানে সাতজন ইংল্যান্ডের ক্রিকেটার অংশ নিচ্ছেন—স্যাম বিলিংস, জেমস ভিন্স, টম কারেন, ডেভিড উইলি, ক্রিস জর্ডান, টম কোহলার-ক্যাডমোর এবং লুক উড।
টেলিকমএশিয়া ডট নেটের প্রতিবেদন অনুযায়ী, ডেভিড উইলি ও ক্রিস জর্ডান ইতোমধ্যে তাদের ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানসকে জানিয়েছেন যে, তারা দেশে ফিরে যেতে চান। কারণ, মুলতান সুলতানস ইতোমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে এবং তাদের হাতে মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে।
প্রতিবেদন সূত্রে আরও জানা গিয়েছে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (পিসিএ) নিয়মিতভাবে খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ রাখছে। যদিও এখনও পর্যন্ত তাদের দেশে ফেরার কোনও আনুষ্ঠানিক নির্দেশ দেওয়া হয়নি, তবে যুক্তরাজ্য সরকারের ভ্রমণ সতর্কতা জারি হলে সেই সিদ্ধান্ত পাল্টে যেতে পারে।
৭ মে প্রথম প্রহরে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটি লক্ষ্য করে নির্ভুল হামলা চালায়।
এই হামলায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যেমন জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তৈয়বার সন্ত্রাসী ঘাঁটিগুলোই ছিল প্রধান লক্ষ্য। সাধারণ নাগরিক কিংবা পাকিস্তানের সামরিক স্থাপনাগুলিকে কোনও ক্ষতি না করে শুধুই সন্ত্রাসী পরিকাঠামোকে নিশানা করা হয়, যা ভারতের কৌশলগত সংযম বজায় রাখার অঙ্গীকারকে তুলে ধরে।