ছেলেদের দেখতে মাঠে আসুন - সাফ চ্যাম্পিয়নশিপের আগে অরুণাচলবাসীদের অনুরোধ ভারতের হেড কোচের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ৯ মে থেকে অরুণাচল প্রদেশের ইউপিয়ায় শুরু হবে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ। আর এই লড়াইয়ে অবশ্যই এগিয়ে থেকে নামবে ভারত, বিশেষ করে তাদের হেড কোচ বিবিয়ানো ফার্নান্ডেজের রেকর্ডের ভিত্তিতে। সাফ চ্যাম্পিয়নশিপের বয়সভিত্তিক প্রতিযোগিতায় প্রতিটা ম্যাচ জিতেছেন তিনি। ২০১৭ ও ২০১৯ সালে অনুর্ধ্ব-১৫ এবং ২০২২ সালে অনুর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ জিতিয়েছিলেন ভারতকে।
বিবিয়ানো এই প্রতিযোগিতাকে এএফসি অনুর্ধ্ব-২০ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের মঞ্চ হিসেবে দেখতে চাইছেন বিবিয়ানো। এআইএফএফ মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের হেড কোচ বলছেন, "আমরা সবাই জানি যে এএফসি যোগ্যতা অর্জন পর্ব আমাদের মূল লক্ষ্য, আর এটাই আমি ছেলেদের বলে তাদের প্রত্যাশা বাড়াতে চাইছি। এই ছেলেদের নিয়ে অনেক কাজ করে আগামী বছর ওদের তৈরি করতে হবে। তবে হ্যাঁ, এই শিবিরে আরও অনেকে যোগ দেবে। সাফ সেই প্রস্তুতির জন্য ভালো মঞ্চ।"
এদিকে তাদের প্রস্তুতি নিয়ে বিবিয়ানো বলেছেন, "আমরা বেঙ্গালুরুতে সেখানকার কিছু শীর্ষস্থানীয় সেনাবাহিনী দলের সাথে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। সেখানে ছেলেদের ভালো ফুটবল আমায় খুশি করেছে। এক সপ্তাহ আগে আমরা এখানে এসেছি এবং সোমবার সন্ধ্যেতে আমরা একটি ম্যাচও খেলেছি। আমরা ফ্লাডলাইটের নীচে অনুশীলন করছি, যেখানে আমরা জানি সাফে আমাদের সব ম্যাচ সন্ধ্যেবেলায় হবে। টিমটা ভালোমত তৈরি হচ্ছে।"
ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে আগামী ৯ মে শ্রীলঙ্কা ও ১৩ মে নেপালের বিরুদ্ধে খেলবে ভারত। ইটানগরের ডনয়ি পোলো বিমানবন্দরে বড়সড় স্বাগত পেয়েছে ভারতীয় দল। এই নিয়ে বিবিয়ানো বলেছেন, "খুব ভালো স্বাগত পেয়েছি বিমানবন্দরে। প্রচুর সমর্থক ও মিডিয়া ছিল সেখানে। আমি এখানকার স্থানীয় মানুষদের অনুরোধ করব স্টেডিয়ামে এসে অনুর্ধ্ব-১৯ এর খেলোয়াড়দের দেখতে এবং তাদের সমর্থন করতে। আমি আমার দলের হয়ে এটা বলতে পারি, মাঠে আমরা নিজেদের সবটুকু দেব। আমরা কোনও কিছু পিছনে ফেলে আসব না।"