পাকিস্তানের উপর ভারতের 'অপারেশন সিঁদুর'-এ আতঙ্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কাশ্মীরের পহেলগাঁওয়ের জবাব দিতে বুধবার গভীর রাতে পাকিস্তানের একাধিক জায়গায় ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। যার নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। ইতিমধ্যেই এই নিয়ে বিস্তারিত বার্তা দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক ও সেনাবাহিনী।
তবে পাকিস্তানের উপর ভারতের এই আক্রমণে আতঙ্কিত হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসলে বাংলাদেশের দুইজন ক্রিকেটার এই মুহুর্তে পাকিস্তানে রয়েছে পিএসএল খেলতে। তারা হলেন অলরাউন্ডার রিশাদ হোসেন ও পেসার নাহিদ রানা। লিটন দাসও পাকিস্তান সুপার লিগে থাকলেও চোটের কারণে দেশে চলে এসেছেন।
রিশাদ খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে, আর নাহিদ খেলছেন পেশোয়ার জালমির হয়ে। এই নিয়ে বিসিবি প্রধান নির্বাহক নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, "‘ক্রিকেটারদের সঙ্গে, বাংলাদেশের হাই কমিশনারের সঙ্গে কথা হয়েছে। আমরা পিসিবির সঙ্গেও যোগাযোগ রাখছি। ওনারা এখন নিরাপদে রয়েছেন।"
একাধিক রিপোর্ট অনুযায়ী, ভারতের এই হামলায় ৮ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। এই পরিস্থিতিতে রিশাদ ও নাহিদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সুজন বলেছেন, "এটা (পরিস্থিতির) ওপর নির্ভর করবে। মাত্র একটা ডেভেলপমেন্ট হলো। এখনও কী অবস্থা তা বোঝা যাচ্ছে না।"