অপারেশন সিঁদুরের প্রভাব পড়ছে আইপিএলে, চিন্তায় এই তিন ফ্র্যাঞ্চাইজি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার গভীর রাতে পাকিস্তানের উপর ভারতীয় সেনাবাহিনীর হামলা 'অপারেশন সিঁদুর' এর জন্য ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে দুই দেশে। ইতিমধ্যেই আগামী ১০ মে ভোর সাড়ে ৫টা অবধি পাকিস্তানের সীমান্তে থাকা একাধিক বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে।
এই পরিস্থিতিতে চিন্তায় রয়েছে আইপিএলের তিনটি ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্স। কারণ আগামী কয়েক দিনে এই তিন ফ্র্যাঞ্চাইজির ম্যাচ রয়েছে ধর্মশালায়। আগামী ৮ মে ম্যাচের জন্য ধর্মশালাতে রয়েছে পাঞ্জাব ও দিল্লি, এদিকে সপ্তাহের শেষে ধর্মশালা যাওয়ার কথা ছিল মুম্বাইয়ের।
যেহেতু কেন্দ্রীয় সরকারের নির্দেশে ধর্মশালা সহ অমৃতসর ও চন্ডীগড়ের বিমানবন্দর বন্ধ রয়েছে, ফলে এই তিন দল কীভাবে যাতায়াত করবে, সে নিয়ে চিন্তা তৈরি হয়েছে। যতক্ষণ না সরকারি কোনও বার্তা আসছে, আগামী বৃহস্পতিবার পাঞ্জাব বনাম দিল্লি ম্যাচটি হচ্ছে।
এই নিয়ে বিসিসিআইয়ের এক শীর্ষকর্তা বলেছেন, "আমাদের অপেক্ষা করতে হবে। এছাড়া কোনও উপায় নেই কারণ চন্ডীগড় বিমানবন্দরও বন্ধ রয়েছে, তাই আমাদের দেখতে হবে কী করা যায়। দুটি দল ইতিমধ্যেই সেখানে রয়েছে এবং মুম্বাই ইন্ডিয়ান্স তাদের ১১ মে ম্যাচের জন্য সেখানে যাবে। নিকটতম বিমানবন্দর হল দিল্লি কিন্তু তার জন্য দলগুলিকে দীর্ঘ পথ যাত্রা করতে হবে। আমরা সরকারি আধিকারিকদের সাথে কথা বলছি এবং প্রয়োজনমত সিদ্ধান্ত নেব।"
যদিও এখনও বিসিসিআইয়ের তরফ থেকে পাঞ্জাব কিংস বা দিল্লি ক্যাপিটালসের কাছে কোনও বার্তা আসেনি, তবে সম্ভাবনা রয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্সের যাত্রার পরিকল্পনায় বদল আসার। যদি বিমানবন্দরের পরিস্থিতি না বদলায় সেক্ষেত্রে মুম্বাইকে তাদের পূর্বনির্ধারিত পরিকল্পনায় বদল আনতে হবে।